নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুক্ষ করতল

আমি তো কেও নই,কিছু পারিনি কোন কালে !

তাসনিম রিফাত

কবি ও লেখক

তাসনিম রিফাত › বিস্তারিত পোস্টঃ

KOBITA

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

অচেনা তুমি

তাসনিম রিফাত

====================

তুমি শুধু অচেনা,

বাকি সব আমার মুখস্থ ।

ব্যার্থ দাঁতের খচখচ শব্দে মাতাল আমি ,

তোমায় চিনতে ভুল করেছি।

এক চুমুক বিষের নেশায়,

তোমায় চিনতে ভুল করেছি ।

বেদনার দশ আঙ্গুল মিলিয়ে দেখেছি কতো ...

তুমি সেখানেও ছিলে অচেনা।

হাত বাড়িয়ে দিয়েছি আলিঙ্গনের জন্য,

তুমি ছুঁড়ে দিয়েছ একমুঠো ধোঁয়াশা।

বিশাল বৃত্তের প্রতি বিন্দুতে,

কবিতার গভীর ছন্দতে,

অনাবিষ্কৃত রয়ে গেলে তুমি।

অনুপস্থিত তুমি জীবনের সকল উপপাদ্যে ।

মগজের সৃতির দেওয়ালে,

জরিয়েছ আমায় আগুণ্তুক উর্ণজালে ।

অন্ধকার বারান্দায় ছুতে গেলে তোমায়,

চোখ ঢেকে যায় অনিশ্চিত আঙ্গুলে।

চলমান নগরদোলায়

কতো যে দুরে তুমি !

তোমাকে চিনতে গিয়ে

বারবার ভুল করেছি।

তুমিই শুধু রয়ে গেছো অচেনা,

বাকি সব মুখস্থ আমার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.