![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাঠপেনসিল
তাসনিম রিফাত
========================
আমি কখনও উপরে তাকাই না,
আমার স্বাধীনতা পরাধীনতার খাঁচায় বন্দী ।
বাহুড় কংকাল অবিশ্বাসী,
কখনও দেয়াল ছুতে পারি না।
আমার জীবন চরম স্থবির।
গভীরের খাঁচা ঘিরে
পেশীর নৃত্য আর হয় না।
অন্ধকার গর্তে আমি একা,
যেন একাকীত্বের প্রখর মূর্তি।
আমার সুখ দুঃখের বিভেদ দেয়ালে,
শুধুই ব্যার্থতা ।
আলোর দিকে চোখ রেখে দেখেছি,
কতো অসামঞ্জস্যতা!
সৃতির সূক্ষ্ম কাঁচ
কতো মলিন!
এক খণ্ড জীবনের ইস্পাতের মূর্তি,
কি নিদারুণ মরচে পরা!
শিল্পীর আঁকা পোট্রেটে,
থাকে না আমার অব্যাক্ত ধ্বনি।
শুধু বেদনার বিশাল জমিতে
আরো কষ্ট সঞ্চয়।
জীবনের ভগ্নাংশ তো কাঠপেনসিল দিয়ে এঁকেছি ,
ভয় লাগে।
কখন মুছে না যায় !
০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭
তাসনিম রিফাত বলেছেন: ANEKDIN HOICE.BUT POST KORI NAI.
AMAKE HELP KOIREN.
২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯
তাসনিম রিফাত বলেছেন: ANEKDIN HOICE.BUT POST KORI NAI.
AMAKE HELP KOIREN.
৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২
নাহিদ রুদ্রনীল বলেছেন: উক্কে। তবে আমি ক'দিন নেট থেকে দূরে থাকবো। তাই আপাতত হেল্প করতে পারছি না। তুমি লিখতে থাকো। তোমার লেখা এখনও প্রথম পাতায় আসেনি, ওয়াচে আছো তো। জেনারেল হলেই হয়ে যাবে। তুমি আপতত মানুষের ব্লগ পড়ো তাহলে অনেক কিছু জানতে পারবে। ব্লগ সম্পর্কে বুঝতে পারবে।
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৪
তাসনিম রিফাত বলেছেন: OKKKKKKKKKKKKKKKK
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
নাহিদ রুদ্রনীল বলেছেন: ব্লগ খুললা কবে? কবিতা ভালো হইসে