নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুক্ষ করতল

আমি তো কেও নই,কিছু পারিনি কোন কালে !

তাসনিম রিফাত

কবি ও লেখক

তাসনিম রিফাত › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে গেছে

১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৭

হারিয়ে গেছে

তাসনিম রিফাত

======================

বজ্র কণ্ঠে চিড় ধরেছে,

বিপ্লবী ভাষায় মরচে পড়েছে।

হারিয়ে গেছে আমার খাঁচা ভাঙার হাতিয়ার

হারিয়ে গেছে আমার সোনালী ফসলের অধিকার।

তরুণ রক্ত ক্ষান্ত কেন ?

বুকের আগুন শান্ত কেন?

কোথায় সেই

জীবনের চাকার সমান্তরাল হিসাব?

কোথায় সেই

দীপ্ত হাতে অন্যায় রুখবার স্বভাব ?

তবে কি মাটির স্নেহে আমরাও মাটি?

আগুণের দাগ কি গিয়েছে মুছে?

হারিয়ে যাচ্ছে পরা হাতের স্লোগান,

এ রক্ত আর থাকবে না অম্লান!

কোথায়,কোথায় চাপা ক্ষোভের তীব্র হুংকার?

কোথায় তীক্ষ্ণ অসির দেরাজ ঝংকার?

কোলমের কালিতে আজ কালিমা,

মানচিত্রে আজ নষ্টের গোড়াপত্তন।

নৈরাজ্যের মানচিত্রে সহিংসতার পতাকা!

এ জাতি তবে শূন্য পাকস্থলীর গভীর ব্যথা!

এটাই কি চিরকাল নিয়তির নির্মম আদর?

এতাই কি চিরকাল আশার মৃত আলিঙ্গন?

হারিয়ে গেছে সব সোনালি সকাল,

এখন শুধু পুরনো রক্তের দহন জ্বালা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.