![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসম্পূর্ণ মানুষ-১
তাসনিম রিফাত
=====================
কবরে পড়ে থাকা ধমনীতে আসে খুনে উন্মাদনা,
বহুদনের বিবর্ণ রক্ত তুলে উত্তাল ঢেও!
আকাঙ্ক্ষার মাংসে ঘটে উত্তাল নৃত্য!
প্রাচীনতম কংকালের হাড়ের বিশেষণে প্রবল বিপ্লব!
মৃত্যুকে ডাকা হয় নির্মম নিমন্ত্রণে।
জীবন কি তবে এতই সস্তা ?
বাজে রণবাঁশি ,
বাজে মৃত্যুর শঙ্খধ্বনি।
শুরু হয় মরণযুদ্ধ।
অতঃপর......
কাফনে মোড়ানো মানবতা শুধু অঝরে কাঁদে,
বেহিসাবী মৃত্যু কিনে নে আরো কতো প্রাণ !
©somewhere in net ltd.