![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুলিনি তোমায়
তাসনিম রিফাত
========================
বন্ধু,ভুলিনি তোমায়,
সেই প্রাণের আকুলতা,
সেই পুরনো সৃতিসব,
পড়ে থাকে পরাস্ত মনে।
বিরহব্যাথা আচ্ছন্ন করে রাখে আমায়,
বন্ধু,ভুলিনি তোমায়।
দুঃখ গুজে রাখি বালিশের নিচে।
নিঃসঙ্গতা আর কতকাল থাকবে বেঁচে ?
আলোকিত চাঁদ ফিরে গেছে,
পাখিরা খুঁজে নিয়েছে আশ্রয়,
মোমবাতিতে নিভে গেছে আগুন।
কবির এখন কিছুই নেই,
নিঃসঙ্গ কবির মন থাকে প্রতীক্ষায়,
বন্ধু,ভুলিনি তোমায় ।।
কতো এসেছে আলো,কতো নেমেছে আধার,
সময় হয়নি কথা বলার,
রাখিনি তোমার খবর,
আমি নিষ্ঠুর,পাষণ্ড,বর্বর ।।
বিদায়বেলাতেও দিইনি বিদায় ।
চোখ বুজেছি কতো সৃতির ব্যাথায়,
মন ভেসে যায় নির্জন বিষণ্ণতায়,
কখনও ভুলিনি তোমায়।।
যদি কখনও সময়ে মিশে যায় ঠিকানা,
কথা হবে বন্ধু কল্পনার টেলিফোনে,
যদি কখনও বাঁধন ভাঙা হয় সামরিক হাতে,
সম্পর্ক মরে সন্ত্রাসে,প্রতিকূলতায়,
ভেঙ্গে যায় হাত নিয়তির পুলিশি বাঁধায়,
তবু ছাড়বনা এ হাত।
থাকব চিরকাল তোমার আশায় আশায়,
কখনও ভুলবনা তোমায় ।।
©somewhere in net ltd.