নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুক্ষ করতল

আমি তো কেও নই,কিছু পারিনি কোন কালে !

তাসনিম রিফাত

কবি ও লেখক

তাসনিম রিফাত › বিস্তারিত পোস্টঃ

মানবিক কৃষক

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২

মানবিক কৃষক

তাসনিম রিফাত

=========================

পৃথিবীর মাটি,পানি,বন,সর্বত্র

কোনকিছুই রাখবো না বাকি

প্রতিটি ইঞ্চিতে,গভীরে গভীরে করব চাষাবাদ।

আমাদের সার হবে ভালবাসা আর সুসম্পর্ক,

আমাদের লাঙল হবে ঐতিহ্যের অবিনাশী স্তম্ভ,

আমাদের বীজ হবে উল্লাসের অভিজ্ঞটা,

আর আমাদের ফসল হবে অন্তহীন সুখ ।

সুখের সুষম বণ্টনে স্বর্গীয় স্বস্তি

আর দ্বিধাহীন শ্রম হবে আমাদের সম্পদ।

পৃথিবী হবে আমাদের শিশুদের বিচরণক্ষেত্র,

ফিরে আসবে বসন্তের ঘ্রাণে মাতাল যৌবন,

আমাদের পৌঢ়ত্ব হবে মিথ্যাহীন সভ্যতার,

আমাদের জীবন হবে গৌরবের,

আর মৃত্যু হবে জোছনার স্নিগ্ধতা।

প্রতিটি দিনে থাকবে হেমন্তের স্পর্শ,

সোনালি সুখের ঘ্রাণে উচ্ছসিত সমাবেশ।

মানবিক কৃষক ঘরে তুলবে নানা রকম সুখ।

থাকবে না শূন্য পাকস্থলীর আর্তনাদ,

স্বপ্নবান আঘাতে ধ্বংস হবে মরনাস্র।

সকল কু-রিপু ধ্বংস করব আমরা।

আমাদের ন্যায্য মূল্য আর অপ্রাপ্য থাকবে না

স্বার্থবাদী আর সাম্রাজ্যবাদী জোয়ালে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০৪

বেলা শেষে বলেছেন: সকল কু-রিপু ধ্বংস করব আমরা।
Beautiful.good Poem.
তাসনিম রিফাত Salam & Respect to you.

২| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০১

তাসনিম রিফাত বলেছেন: ধন্যবাদ বেলা শেষে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.