নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুক্ষ করতল

আমি তো কেও নই,কিছু পারিনি কোন কালে !

তাসনিম রিফাত

কবি ও লেখক

তাসনিম রিফাত › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টি কেড়েছে সৃষ্টিতে

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০০



তাসনিম রিফাত

=======================

বনভূমির শিয়রে আশ্রিত ঝর্ণা ,

কলকল ধ্বনির সহস্র ধারা ,

চারদিকে ছড়ানো গাছপালা,

বিস্তীর্ণ জলরাশি ।

বিশ্বাসী একগুচ্ছ ফুলের মতো

নিসর্গ বারবার নাড়ায় ভেতরে ।



মেঠোপথে হাজার গাছের সারি,

যেন সবুজ শাড়ি পড়া নারী !

ঝর্ণার ঢেও আছড়ে পরে,

হাজার রকম সুরে।



পাতার মড়মড় ,পাখির ডাক,

আমি নেশাগ্রস্ত,হারাই মাদকে !

সীমাহীন শিহরণে

বালিতে চুম্বন আঁকে সফেদ ফেনা !



মাটিতে জলের ছাপ,

কার্পাসের মতো আকাশে ভাসে মেঘ,

সবুজ শাড়ি অথবা নীল আঁচল ,

আলোড়ন তুলে অতিভূত নীড়ে ।

জীবন অংকিত রং তুলীতে,

উল্লাসিত,উদ্ভাসিত,উচ্ছ্বসিত !

স্বপ্ন প্রতিফলিত হয় পানির প্রত্যেক ফোঁটায় ।



ঘুণে ধরা জীবনের যাবতীয়

ক্লান্তি আর দুঃখগুলোকে

আমি দিয়ে দিয়েছি ছুটি ।

আমি এখন দেবদারুর মতো নির্ভার,

বটবৃক্ষের মতো প্রসারিত ।

হে আমার বিষণ্ণতা,দুঃখিত স্বত্বা -

তোমাকে বিদায় জানালাম অলৌকিক সৌন্দর্যে ,

এখন আমি শিখে গেছি পাখিদের গান,

আর ঝর্নার ভাষা ।

মুগ্ধতা আমার নিরবচ্ছিন্ন !

আজ দৃষ্টি কেড়েছে সৃষ্টিতে ,

তাই ,হারিয়ে গেছে বেদনা সব সৃষ্টিতে ,

দুঃখের পোষাক খুলে

আজ ভিজব সুখের বৃষ্টিতে ।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৯

এম এ কাশেম বলেছেন: ভিজতে থাকুন..............।

২| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৬

তাসনিম রিফাত বলেছেন: ভিজব নাহয় !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.