নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুক্ষ করতল

আমি তো কেও নই,কিছু পারিনি কোন কালে !

তাসনিম রিফাত

কবি ও লেখক

তাসনিম রিফাত › বিস্তারিত পোস্টঃ

বেদনার শেষ পৃষ্ঠায়

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩০



তাসনিম রিফাত

=====================

বেদনার শেষ পৃষ্ঠায় মাথা রেখেছি ,

আমি একা এ তামাটে তল্লাটে ।

ক্লান্ত পথিকেরা খুঁজে নিয়েছে সম্মিলিত মেঘ ।

দিগভ্রান্ত নাবিকও পেয়ে গিয়েছে সঠিক পথ ।

চারদিকে বাড়ছে সময়ের রক্তচাপ এক-দুই-তিন ।

অথচ আমি নির্বিকার,পাথর বিষণ্ণ চিলের মতো ।

আমার ভবিষ্যৎ নেই,বর্তমান সমাধির সভ্যতার ।

আর অতীত সে তো পুড়ে যাওয়া স্মৃতির সংসার !

মাথা রাখা ছাড়া ঊপায় নেই বেদনার শেষ পৃষ্ঠায় ।



বরফ আচ্ছাদনে হিমায়িত দুঃখেরা

চেপে ধরে রাখে আমায় বেদনার মেঝেতে ,

বদ্ধ বুকেতে জলে দ্বন্দ্বের চিতা ,

দগ্ধ হয় বারংবার বুকের সেলাই !

চোখে উপস্থিত নিশ্চিত ভূমধ্য-সাগর।



ছুঁয়ে যায় আমায় যাবতীয় দুঃস্মৃতি,

মস্তিষ্কে জায়গা নেয় বিষণ্ণতার আসবাব ।

যে পাখি কখনও আসত আমার কাছে,

সে চলে যায় নির্জনে,আর আসে না।

রোদ্দুর নেই কোথায়ও,জীবনের দাবী যেন ভরাডুবি!

চিরকাল অবস্থিত হই কৃষ্ণপক্ষের জালে !



আবার কখনও উঠতে গেলে উপরে কিছুটা ,

বৃদ্ধ ব্যার্থতা মাথা চেপে ধরে,

হারিয়ে যাই গতানুগতিক মাদক ঘুমে,

মাথা রাখি পুনরায় বেদনার শেষ পৃষ্ঠায় ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখা
ভাললাগা +

০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১০

তাসনিম রিফাত বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.