নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুক্ষ করতল

আমি তো কেও নই,কিছু পারিনি কোন কালে !

তাসনিম রিফাত

কবি ও লেখক

তাসনিম রিফাত › বিস্তারিত পোস্টঃ

এই বৃষ্টিতে....

২৫ শে মে, ২০১৪ রাত ১০:১২



==============

এই বৃষ্টিতে মাটির চুলের খোঁপা !

সন্ধ্যার অন্ধকারের বিষণ্ণ সোঁদা গন্ধে ,

চারপাশ জুড়ে বেড়ে উঠছে দ্বন্দ্ব,

আকাঙ্ক্ষায় পূর্ণ হচ্ছে সময়ের অপেক্ষা ।



এ বেলায়, এই সন্ধ্যায় জীবনকে ডেকোনা নিমন্ত্রণে ,

পাখিকেও ডেকোনা ,নদী নিস্তব্দ থাক ,

ফুলেরা নির্বাসিত হোক যমজ জোড়ায় ,

নিসর্গ গলে যাক মুহূর্তে মুহূর্তে !

এই পুরনো পাতার মতো হলুদ নির্জনতায়

আমাকে দাও কারাগারের ক্ষোভ!

আমাকে দাও আষাঢ়ের উদাত্ত আহবান ,

আগুনের স্নানে মশাল জ্বলুক!



লাশেরা মাটিতে দাড়াও প্রবল প্রতাপে ,

ফুলের পাপড়িতে পাপড়িতে ,

বধির বৃক্ষের বর্ষীয়সী শিকড়ে ,

পাখির ডানার নীড়ে

বয়ে যাও মত্ত আগুণের সমুদ্র!



নদীর দিকে তাকাও ,

চৌচির হয়ে উঠলেও একদিন আবার

সমৃদ্ধ হয়ে উঠে কানায় কানায় ।

আগুনের দিকে তাকাও ,

একদিকে নেভালে,আরেকদিকে হয়ে

উঠে বিষদ ভাস্কর্য!

তেমনি ভাঙলে একদিন তৈরি হয় নতুন কিছু ,

নতুন এক বাতাস আসুক এলোপাতাড়ি !

সে ভেঙ্গে ফেলুক হেমন্তের নীরবতা ,

রাতের মন্থরতা ,

সে ভেঙ্গে ফেলুক সব সময়ের আবদারে!

কেননা,বিপ্লবের মধ্য দিয়েই

আমাদের সুখের দিনগুলি অর্জন করতে হবে ।



আমাকে স্লোগান দাও ,

অজস্র মানুষের কথা উঠে আসুক আগুন হয়ে

আমার মুখগহ্বর থেকে!

এই বেলায় কবির কষ্টে তছনছ হোক বুকের অলিন্দ !

অন্ধতার জানালা ভাঙো ,

সকল দরজা খুলে দাও ।

বিভ্রান্তির মৃত্যু হোক ,

বিভ্রান্তির কবরে-কাফনে-দাফনেই

স্থাপিত হবে মানুষের অগণিত ভবিষ্যৎ স্বস্তি!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.