![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জলের উচ্ছাসে ঋণগ্রস্ত রক্তের আকুতি শুনে,
ধেয়ে আসে সে ,
রঙিন আবেদনে,প্রজ্ঞাবান প্রেমে,
গাংচিলের পোশাকে উড়ে আসে,
ছুঁয়ে যায় কণ্ঠনালিকা,
ওগো রংধনু বালিকা ।
আমার আত্মা নিখোঁজ এখন তার পাশে।
তারকাদের উড়ন্ত প্রতিকৃতির মতো,
স্বচ্ছ,নিস্তরঙ্গ,
যেন হাজার বছরের স্মৃতিচিহ্ন।
ক্লান্ত দুই চোখের কান্না মুছে দিতে,
ছড়ায় সে কোমল জালিকা,
ওগো রংধনু বালিকা ।
জলের সুরে,আধখানি চাঁদের আদলে,
ময়ূরের পেখমের মতো চুল উড়িয়ে,
দেখা দিয়ে যাও বালিকা,
ওগো রঙধনু বালিকা ।।
০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
তাসনিম রিফাত বলেছেন: হম।ঠিক তাই
২| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১২
অপূর্ণ রায়হান বলেছেন: বেশ চমৎকার +
শুভেচ্ছা
৩| ০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ++
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৭
গাজী সুবন বলেছেন: ভালো লাগলো কবি
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৩
নির্বোধ পাঠক বলেছেন: আমার আত্মা নিখোঁজ এখন তার পাশে -
কার পাশে? রঙধনু বালিকা?
ভাল লাগল কবি।
অভিনন্দন।