নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরুণালোক

ৈতয়ব খান

আমি শুধু কবিতায় কথা বলবো আসে আসুক ঝড় করিনা তো ভয় আমি শুধু বাণী নিয়ে খেলবো। ছন্দোবদ্ধ করে মনের মতন সৃষ্টি করবো আমি শব্দ রতন হৃদ পাপড়িগুলো মেলবো। বাজ পড়ে পুড়ে যাক পৃথিবী বাঁধুক না যুদ্ধ ক্ষতি কী আমি তবু কবিতায় কথা বলবো।।

ৈতয়ব খান › বিস্তারিত পোস্টঃ

গাধার কান কবিতাটি সম্ভবত কবির বাস্তব চিন্তা প্রসুত.........

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১

Click This Link

প্রথম আলোর এ সংবাদটি পড়ে আমার ছেলেবেলার পড়া একটা কবিতার কথা মনে পড়ে গেল। কবি’র নাম ভুলে গেছি কিন্তু কবিতাটি মনে আছে। তো, বন্ধুদের হাসাতে সেই কবিতাটি আমি এখানে পোস্ট দিচ্ছি:

...

গাধার কান

কবি: মনে নাই



একটা দড়ির দুদিক থেকে টানছে দু’দন ছেলে

তাইনা দেখে বনের বাঁনর লাফায় খেলা ফেলে

সকল বানর ফন্দি আটে জবর মজার খেলা

এমন খেলা খেলে মোরা কাটিয়ে দেবো বেলা

কিন্তু দড়ি মিলবে কোথা’? ঘাবড়ে গেল মাথা

পালের সেরা বানর বলে মগজ তোদের যাতা।

নেইকো দড়ি বয়েই গেলো ভাবিস মিছে হাবা

লেজে লেজে ধরবো টেনে হবে দড়ির বাবা

এই না ভেবে দু’দল বানর দু’দিক থেকে বসে

একের লেজটি ধরলো টেনে জোরসে চেপে কষে।

...

বনের গাধা দাঁড়িয়ে মাঝে উচিয়ে দু’টি কান

বললো- আমার দু’দিক থেকে কান ধরে দে টান

কান ধরে মোর মাথা নিবি আপন দলে টেনে

জিতবি তবে এই খেলাতে রাখিস সবাই জেনে

এমনি দু’দল হেইও টেনে গাধার বিপদ ভারি

কান ছিড়ে সব হুমড়ি খেয়ে পড়লো সারি সারি

সাঙ্গ হলো দড়ির খেলা বানররা সব হাসে

কান হারিয়ে গাধা শুধু চোখের জলে ভাসে।



...............................

বাজি ধরে কান কাটলেন দুই মদ্যপ

অনলাইন ডেস্ক | আপডেট: ১০:০১, জানুয়ারি ১২, ২০১৪







ফলাফল ড্র হলেও বাজির শর্তানুযায়ী উভয় প্রতিযোগী স্বেচ্ছায় নিজেদের বাম কান কেটেছেন।ফলাফল ড্র হলেও বাজির শর্তানুযায়ী উভয় প্রতিযোগী স্বেচ্ছায় নিজেদের বাম কান কেটেছেন।রাশিয়ার সাইবেরিয়ার খনি অঞ্চলে দুই ব্যক্তি বাজি ধরে পাঞ্জা লড়ে হারার পর নিজেদের বাম কান নিজেরাই কেটেছেন। অজ্ঞাত ওই দুই ব্যক্তি মদ্যপ ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, অর্থোডক্স ক্রিসমাস উদযাপনে ওই দুই ব্যক্তি মদ পান করেন। একপর্যায়ে তাঁরা বাজি ধরে পাঞ্জা লড়েন। বাজির শর্ত—পরাজিত ব্যক্তি নিজের কান নিজেই কাটবেন।

শর্ত অনুযায়ী দুজনের মধ্যে শুরু হয় পাঞ্জা লড়াই। প্রথমে একজন জয়ী হন। কিন্তু পরাজিত ব্যক্তি এই ফলাফল মানতে নারাজ। তিনি দ্বিতীয় দফা লড়াইয়ের জন্য পীড়াপীড়ি করতে থাকেন। এরপর দুজনের মধ্যে আবারও লড়াই হয়। প্রথমবার পরাজিত ব্যক্তি দ্বিতীয় দফায় জয়ী হন।

এ পর্যায়ে প্রথম দফার লড়াইয়ে জয়ী ব্যক্তি নিজেকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী দাবি করেন। যুক্তি-তর্ক শেষে দুজনেই এই প্রতিযোগিতার ফলাফলকে ‘ড্র’ বলে মেনে নেন।

ফলাফল ড্র। কিন্তু বাজির শর্তানুযায়ী কান কাটার বিষয়ে কী মীমাংসা হবে! ওই শর্তের প্রতি শ্রদ্ধা দেখাতে উভয় প্রতিযোগী রাজি হন। এরপর দুজনে স্বেচ্ছায় ব্লেড দিয়ে নিজেদের বাম কান কেটেছেন। একজন তাঁর কানটি পুরোপুরি কেটেছেন। অপরজন অর্ধেক কান কেটেছেন বলে গত শুক্রবার জানিয়েছে পুলিশ।



পুলিশ জানিয়েছে, দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে কি না, তদন্ত করে তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.