![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার প্রতি ভালোলাগা থেকেই আমার লিখার হাতেখড়ি । কবিতার ছন্দ আমাকে ভীষণ টানে । আর তাই কবিতা পড়া কিংবা লিখায় ছন্দ খুঁজে ফিরি প্রতিনিয়ত । সে কারণেই কি না আহসান হাবীব, জীবনানন্দ কিংবা জসীম উদ্দিনের মতো কবিদের লিখা আমাকে একটু বেশিই টানে ! বিরহের কবিতাও ভীষণ ভালো লাগে । লিখাটা অবশ্য আমার শখের একটা অংশ । লিখায় আমি যে খুব একটা পারদর্শী নই সেটা কেউ সরাসরি না বললেও বুঝতে পারি । তাছাড়া আমার শব্দভাণ্ডার কতটা সীমিত তা আমার লিখা পড়লে যে কেউ বুঝতে পারবেন । তবুও নিজের মনের ক্ষুধা নিবারণ করতে লিখে যাই । লিখতে ভালো লাগে । খুব কঠিন করে লিখতে পারিনা । অবশ্য সেরকম চেষ্টাও যে খুব একটা করা হয় তেমনটাও নয় ! অনলাইন ব্লগে লিখায় হাতেখড়ি এই (২০১৫ সাল) ফেব্রুয়ারিতে, নক্ষত্র ব্লগে । (২০১৫ সাল) মার্চে যুক্ত হলাম চলন্তিকায় । অবশ্য ফেসবুকে বছর দুয়েক আগে থেকেই মাঝে-মধ্যে লিখা হয়েছে । বলতে পারেন নগণ্য এক লেখক আমি- যে কি না শুধু নিজের মনের আনন্দের জন্যই লিখে ।
জানি কালের অতল গহবরে অন্য সবার মতো আমিও যে হারাবো একদিন !
রঙিন জীবন কথার ডায়রি লিখার কাজটাও বুঝি শেষ হবে সাথে সাথেই !
নির্বাক এই আমার জন্য হয়তো সেদিন তোমরা কেউ থাকবে না নিশিদিন,
সমাহিতের সাজে অন্ধকার ঘরে একাকী রেখেই জানি চলে আসবে নীরবেই ।
না ! কোন অভিমান থাকবে না আমার একাকী সেথায় ছেড়ে আসবে বলে !
শুধু একটা অনুরোধ থাকবে আমার, তোমাদের এই জীবন্ত মানবজাতির কাছে !
জীবনের যত ভালো কর্ম লিখা আছে আমার মুছে দিয়ো না কভু ঐ জলে ।
মুছে দিয়ো যত ভুল-ত্রুটি জীবনের আর যত দায়-দেনা জমা আছে পাছে !
চাই না জীবন শেষে আমায় মর্যাদা দাও এমন বলে- ছিলাম আমি মহাবীর,
আমি শুধু চাই আমার শুভ কর্মের প্রতি অটুট থাকবে তোমাদের ভালোবাসা !
জীবন প্রদীপ নিভে গেলে পরে- শুধু প্রার্থনা করো পরজীবন যেন হয় শান্তির,
এর চেয়ে বেশি আর নেই কিছু চাওয়া, পূর্ণ করো শুধু- এই শেষটুকুন আশা !
©somewhere in net ltd.