নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার এই পথ চলাতেই আনন্দ . . .

আমার মুক্তি আলোয় আলোয় ; ধূলায় ধূলায় ; ঘাসে ঘাসে এই আকাশে ।।

জাকরিন কাদির

আমার মুক্তি আলোয় আলোয় ; ধূলায় ধূলায় ; ঘাসে ঘাসে এই আকাশে ।।

জাকরিন কাদির › বিস্তারিত পোস্টঃ

তোমাতে আমি ।।

১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০২

শ্রাবণের সেই সোনাঝরা সন্ধ্যায়



কপর্দক শূন্য আমি ;



রিক্ত নিঃস্ব হেটে গেছি সেই দীর্ঘ পথ ধরে।



সবুজ সগর্বে দাড়িয়ে থাকা



ঘাসগুলো মাড়িয়ে ।



একটি নিঃসঙ্গ সাদা বক



উড়ে গিয়েছিল



ঐ নীল আকাশে সাদা মেঘের ভেলায় ভেসে



আমার ঐ বক হবার ইচ্ছে হল ।



এরও পরে ;



আমি গাঁয়ের মেঠো পথ ধরে হেটে গেছি



সবুজ ধানের ক্ষেতে একাকী একটি ফিঙে



আমি নিঃসঙ্গ অনুভব করি



নদীর বুকে নৌকা আর মাঝির গানের সুর



আমাকে আত্মভোলা করে দেয়



তারও অনেক পরে ;



ভোরের সেই আলোকিত সূর্য



আমি আনন্দিত হয়ে যাই ।



আর সেই সূর্য আলোকে আমি দেখলাম



আমার হাত ধরা পরেছে তোমারই হাতে ।।



সেদিনের সেই সোনাঝরা সন্ধ্যা পেরিয়ে



আজিকার ভোরের সুবাতাসময় আলো



হারিয়ে ফেলা আমিকেই আমি খুঁজে পেলাম



তোমারই মাঝে ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.