নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার এই পথ চলাতেই আনন্দ . . .

আমার মুক্তি আলোয় আলোয় ; ধূলায় ধূলায় ; ঘাসে ঘাসে এই আকাশে ।।

জাকরিন কাদির

আমার মুক্তি আলোয় আলোয় ; ধূলায় ধূলায় ; ঘাসে ঘাসে এই আকাশে ।।

জাকরিন কাদির › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের আলো ।।

১২ ই জুন, ২০১৪ রাত ১২:০২

অন্তরীক্ষ থেকে জেগে উঠা রক্তিম সে রবির আলো



না , সে কোন সাধারন আলো নয়।



নতুন এই রক্তিম আলোর ছায়াময় ভোর।



আমার প্রত্যাশা , তোমার প্রত্যাশা



দিনমজুর, ডাক্তার, কুলির প্রত্যাশা



নারীর প্রত্যাশা, শিশুর প্রত্যাশা



যুবক, ছাত্র, সকলের প্রত্যাশা



নয় মাস বিনিদ্র জেগে থাকা



প্রতিটি রজনীর প্রত্যাশা



যে শিশুটি কালও ক্রন্দনরত ছিল



আজ তার মুখ ভর্তি সুবিস্তৃত হাসি ।



যে নারীর চোখ কালও অজানা আশঙ্কায় কাঁপছিল



তার চোখে আজ আলোর দ্যুতি ।



যে যুবকের বুকে কালও ছিল প্রতিহিংসার তপ্ত আগুন



আজ তার বুকে কোমলতার ছোঁয়া।



তারপরও রয়ে গেছে অনেক জানা ও অজানা ব্যথা।



মৃত মুক্তিযোধার কথা যাকে হারিয়েছি আমরা।



মৃত শিশুটির কথা যে আর কোনদিন বাবা মার কোলে ফিরবেনা।



পঙ্গু মুক্তিযোধার কথা , বীরঙ্গনা নারীর ব্যথা।



তবুও বিজয়ের আলো; রক্তিম রঙ্গিন আলো ।



তবুও স্বাধীনতা !! আহ ;



শুধুই স্বাধীনতা ।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.