নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার এই পথ চলাতেই আনন্দ . . .

আমার মুক্তি আলোয় আলোয় ; ধূলায় ধূলায় ; ঘাসে ঘাসে এই আকাশে ।।

জাকরিন কাদির

আমার মুক্তি আলোয় আলোয় ; ধূলায় ধূলায় ; ঘাসে ঘাসে এই আকাশে ।।

জাকরিন কাদির › বিস্তারিত পোস্টঃ

একটি ঘাসফুল ।।

০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৪৩

বৃষ্টিভেজা এই শহরে



একটি কদমের খোঁজে ; পদব্রজ হলাম।



ভেজা পায়েলের রুনঝুন শব্দে ' আনমনা এই আমি



ছোটবেলার কৌটায় দেই উঁকি



সেখানে থরে থরে সাজানো আছে



কৃষ্ণচূড়ার গল্প, কদমের স্বল্প



বাঁশ বাগানের কবিতা আর নলখাগড়ার লড়া



রজনীগন্ধার সুবাসে তো সবারই অধিকার



শিউলির মালাও শুকিয়েছে বহুবার



কাশফুলের খোঁজে সেদিনও তো ছুটেছিলাম;



দূর থেকে দূরে



অবশেষে কাশফুল আমার ফুলদানিতে



ঘাসফুলের খোঁজ আর রাখাই হয়নি।



চুপিচুপি দেখে নিলাম সব



কদম তো মুঠিভরা ছিল আজীবন



আজ তাই আর কদমের খোঁজ নয়



একটি ঘাসফুল হাতে তুলে নিলাম।



কী অবাক কী বিস্ময়



ভালবাসলে ঘাসফুলও গ্লাডিওলাস হয়ে যায়।



আজ আমার ফুলদানীতে শুধু একটি ঘাসফুল



বৃষ্টি ভেজা ; সিক্ত একটি ঘাসফুল ।।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:১৬

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ১:৩৭

জাকরিন কাদির বলেছেন: ধন্যবাদ ।। @মামুন রশিদ

২| ০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ২:০৮

রাহুল বলেছেন: ভালবাসলে ঘাসফুলও গ্লাডিওলাস হয়ে যায়। কথাটা সত্যি। লিখা ভালো লেগেছে। :)

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৫

জাকরিন কাদির বলেছেন: শুকরিয়া @রাহুল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.