![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মুক্তি আলোয় আলোয় ; ধূলায় ধূলায় ; ঘাসে ঘাসে এই আকাশে ।।
ধূসর ক্যানভাসের ভিতর লাল রঙ ফুটে ওঠে
রক্তের মত লাল, কষ্টের মত লাল
কাঠবিড়ালির লেজের মতন সুদীর্ঘদিন শেষে আমি জেগে উঠি
ভেজা, পিচ্ছিল , অন্ধকার সেই গর্তে
আমি ফড়িঙের মত উড়ে উড়ে শিশিরসিক্ত ঘাসের বুকে বসি
আর রক্তাক্ত করি সাদা ঘাসফুল।।
যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পালা
সব পতত্রী নিজ নিজ ডেরায় ফেরে
তখন নিসচুপ আমি রাস্তায় নেমে আসি
এটাই তখন আমার দিনের শুরু ;
পথে পথে ফেরি করি যত হিংসা, ত্রাস, ঘৃণা আর বিদ্বেষ
তোমাদের সব স্বপ্ন শুষে নিয়ে
ভর্তি করি আমার নোংরা ঝোলা;
প্রভাত ফেরায় রিক্ত হয়ে ফিরি
এবার আমার ডেরায় ফেরার পালা।।
২| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৯
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩২
সেলিম আনোয়ার বলেছেন: অবিশ্বান আর দুস্বপ্নে নিরাবতায় হলো সার।
তেমনটিই হয় ।