![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মুক্তি আলোয় আলোয় ; ধূলায় ধূলায় ; ঘাসে ঘাসে এই আকাশে ।।
কখনো আমি ডাহুক এক পাখি
উড়ে যাই তোমার নীল আকাশে
দূর থেকে বহুদূরে ;
কখনো আমি নদীর তীরে
একটি জারুল গাছ
আমার ঝরা পাতায় তোমার নিবাস ।
কখনো আমি কোন এক ঘাসে ফুটে থাকা
ছোট্ট সাদা ফুল
যা দেখে মুগ্ধ হও তুমি ।
কখনো আমি সবুজ সেই মাঠ
যার পাড় দিয়ে তোমার বিচরণ ।
কখনো আমি নদীর শান্ত জল
বৃষ্টি হয়ে যার মাঝে মিলেমিশে যাও তুমি
কখনো আমি ঝরাপাতা
যার উপর দিয়ে হেটে মাড়িয়ে যাও তুমি
শুধু তোমার কাছাকাছি থাকব বলে
সবকিছু হতে পারি আমি ;
শুধু তোমার একটু স্পর্শ পাবার জন্য
আমি ভেঙ্গেচুরে নিঃশেষ ও হতে জানি ।।
২| ০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
সুমন কর বলেছেন: সুন্দর !!
১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৪
জাকরিন কাদির বলেছেন: ধন্যবাদ @সুমন কর ।।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: বাহ বেশ বেশ। ভালবাসার দারুন আকুতি ।