![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মুক্তি আলোয় আলোয় ; ধূলায় ধূলায় ; ঘাসে ঘাসে এই আকাশে ।।
আমার অনেক কথার পিছে না বলা কথাগুলো
মধ্য রাতে জোনাকি হয়ে জ্বলে
সেই জোনাকির আলোয় যদি একটু ঘুম ভাঙে
তবে, না বলা কথাগুলো থেকে যাক অনুভবে
আমার অনেক স্বপ্ন মাঝে না দেখা স্বপ্নগুলো
শুকনো পাতার মত ঝরে পড়ে
সেই পাতার মর্মর শব্দে যদি একটু ঘুম ভাঙে
তবে, না শোনা শব্দটুকু বাজুক উল্লাসে
আমার অনেক হাসির মাঝে, না জানা দুঃখটুকু
অলস দুপুরে ঘুম হয়ে চোখে নামে
সেই ঘুম যদি আর কভু না ভাঙে
তবে, নিঃশব্দ অস্তিত্বটুকু মেলো প্রজাপতির খামে
কাঠবিড়ালির ঠোঁটে লেগে থাকা শেষ শব্দটুকু
বাতাসে ভেসে ভেসে
তবে,
আমাকে খুজনা আর কোনও মজলিসে ।।
©somewhere in net ltd.