![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মুক্তি আলোয় আলোয় ; ধূলায় ধূলায় ; ঘাসে ঘাসে এই আকাশে ।।
আমি একটা ছোট্ট পাখি
সকাল বেলায় ডাকাডাকি
আকাশেতে উড়ে উড়ে
আমি যাব অনেক দূরে
সাথে আছে আমার সাথী
আমি একটা দুষ্টু পাখি ।।
নেইকো কোনও বড় আশা
গাছের মাথায় ছোট্ট বাসা
সকাল বিকাল গান গাই
যেথায় খুশি সেথায় যাই
ছোট্ট পেটে, যা পাই খাই
তাই কোনও চিন্তা নাই।।
ঐ দূরে ঐ সবুজ বনে
ডাক দিয়ে যাই ক্ষণে ক্ষণে
সাথে আছে আমার সাথী
আমি একটা ছোট্ট পাখি ।।
©somewhere in net ltd.