নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার এই পথ চলাতেই আনন্দ . . .

আমার মুক্তি আলোয় আলোয় ; ধূলায় ধূলায় ; ঘাসে ঘাসে এই আকাশে ।।

জাকরিন কাদির

আমার মুক্তি আলোয় আলোয় ; ধূলায় ধূলায় ; ঘাসে ঘাসে এই আকাশে ।।

জাকরিন কাদির › বিস্তারিত পোস্টঃ

মিক্সড নুডুলস ।।

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪৪





উপকরনঃ

নুডুলস

তেল/ ঘি (পরিমানমত)

কাটা সবজি ( বরবটি, পেপে, ফুলকপি , পিয়াজের কালি, গাজর, ইত্যাদি)

পিয়াজ কুচি

কাচাঝাল কুচি

টমেটো কুচি (থাকলে)

ডিম ১ টা।

চিংড়ি মাছ

মুরগির মাংস কুচি (ইচ্ছে হলে)

টেস্টিং সল্ট (পরিমানমত)

গোলমরিচ গুড়া।

ধনেপাতা।



রান্না ঃ

প্রথমে একটি মাঝারি পাতিলে লবন যোগে পানি গরম দিতে হবে।

পানি একটু গরম হয়ে আসলে কেটে রাখা সবজিগুলো দিতে হবে।

পানি ফুটে গেলে নুডুলস দিতে হবে এবং ২ মিনিট ফুটাতে হবে।

এবার পানি ঝাঝরিতে ঝরিয়ে ফেলতে হবে এবং আধা মিনিট নরমাল পানি এর উপর ঢালতে হবে।

এবার কড়াইয়ে তেল দিতে হবে।

তারপর পিয়াজ ও চিংড়ি মাছ ( মুরগির মাংস কুচি) দিতে হবে।

পিয়াজ একটু নরম হয়ে এলে কাঁচাঝাল দিতে হবে।

টমেটো কুচি থাকলে দিতে হবে।

টেস্টিং সল্ট দিতে হবে।

এরপর ডিম ফেটে দিতে হবে ও ঘোটাতে হবে যাতে মিশ্রণটি ঝুরঝুরে হয়।( আপনি ইচ্ছে করলে ডিম আগে ঝুরি করে রাখতে পারেন )

এবার এতে ঝাঝরিতে ঝরিয়ে রাখা নুডুলস ও সবজি দিতে হবে।

ভালোভাবে নাড়তে হবে।

অল্প গোলমরিচ গুড়া ছড়িয়ে দিন।

ধনেপাতা দেয়া না দেয়া আপনার ইচ্ছা।

নামাবার আগে লবন ঠিক আছে কিনা দেখে নিন।

হয়ে গেল সুস্বাদু নুডুলস।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩২

ভিটামিন সি বলেছেন: কালি ও কাঁচা ঝালটা কি জিনিস বোঝতে পারলাম না।
একসাথে ডিম, চিংড়ি আবার মুরগির মাংসও দিবেন? জগা দাদুর নিজের হাতে বানানো খিচুড়ি হবে নাতো?

১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

জাকরিন কাদির বলেছেন: কালি মানে পিয়াজের কালি । কাঁচা ঝাল মানে কাঁচা মরিচ ।ডিম তো দিবেন ই। চিংড়ি অথবা মাংস আপনার ইচ্ছা। সেটাও ব্রাকেট এ লিখে দেয়া আছে। এই রান্নাটি আমি ১২ বছর ধরে রানছি, তাই জগা দাদু কেন আমার খিচুরি ও যদি হত তবে রেসিপিটি শেয়ার করতাম না ।। @ভিটামিন সি ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.