নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার এই পথ চলাতেই আনন্দ . . .

আমার মুক্তি আলোয় আলোয় ; ধূলায় ধূলায় ; ঘাসে ঘাসে এই আকাশে ।।

জাকরিন কাদির

আমার মুক্তি আলোয় আলোয় ; ধূলায় ধূলায় ; ঘাসে ঘাসে এই আকাশে ।।

জাকরিন কাদির › বিস্তারিত পোস্টঃ

সেই সময় ।।

১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৯

সেই বয়স আর সেই সময় আমি অনেক পিছনে ফেলে এসেছি



যে সময়কে আর কখনও যায়না ফেরানো;



না তাকে ধরে রাখা যায়।



যে শহরের প্রতিটি অলিগলি ছিল চিরচেনা, আজ যখন পথে নামি



সব অচেনা হয়ে যায় ।।



আর একবার হুমায়ুন আহমেদের উপন্যাস থেকে উঠে আসা সেই চরিত্র হয়ে পথে নামতে ইচ্ছে করে;



গন্তব্যহীন , অন্তহীন পথ । মাত্র দশটি টাকা ব্যাগে আমার



সামনে পরে আছে উষ্ণ, দীর্ঘ পুরো একটা দিন।



সেই বয়স আর সেই সময় আমি অনেক পিছনে ফেলে এসেছি...



অচেনা পথে হেঁটে যাওয়া বহুদূর, কখনও অন্ধগলি



অথবা কখনও পরিচিতজন



সবাই আমাকে আপন করে নেয়।



পথিককে কেউ ফিরিয়ে দেয়না।



এ শহর তেমন শহর নয়, এ শহরে সবাই সবার চেনা



তবু আজ কেন সব অচেনা মনে হয়?



সময়ের সাথে হারিয়ে যায় পরিচিত মুখ, চিরচেনা সেই পথ, পরিচিত সন্মোধন



তুমি থেকে আপনিতে ;



অনেক বেশি বড় হয়ে গেছি কী আমি ?



কিন্তু নিজেকে তো ঠিক তেমনই মনে হয়



সেই বাড়ি, সেই ছাদ, সেই শহর , সেই পথ আর সেই আমি



তবুও সব অচেনা হয়ে যায়।



সেই বয়স আর সেই সময় অনেক অনেক পিছনে ফেলে এসেছি আমি ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.