![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মুক্তি আলোয় আলোয় ; ধূলায় ধূলায় ; ঘাসে ঘাসে এই আকাশে ।।
প্রকৃতি নিয়ে কোনও কবিতা, গান বা গল্প লিখতে গিয়ে
কলম থমকে যায়।
অপার বিস্ময়কর এই সুন্দরকে মনের ক্যানভাসে তুলি দিয়ে আঁকার ক্ষমতা কী
আছে আমার ?
ছোটবেলার বন্ধুটির সাথে এক কাপ চা এর জন্য মন যেন কেমন করে ;
ভাবী ; যদি কখনও পথের বাঁকে দেখা হয়েই যায়
কী করব?
আনন্দে জড়িয়ে ধরব অথবা চোখে আসবে জল !
বাস্তবে এসব কিছুই নয়
শুধু বলা হবে আছিস কেমন ?
অপরিচিত সেই চেহারাগুলো;
বটতলার চায়ের দোকানে , কলেজের মোড়ে অথবা ক্যান্টিনে
কোনও বিশেষত্ব তো ছিলনা
তবুও;
ঘুমের মাঝে চেহারাগুলো উঁকি দিয়ে যায়।
কেন? কে জানে ?
অথচ সেদিনও তো সব কথা চিৎকার করে বলতে পারতাম।
সব অনুভূতিগুলো মেলে ধরতাম প্রজাপতির ডানায়।
ঘুড়িতে লেখা চিঠিগুলো উড়েছিল - ঐ আকাশে
আজ কত কথা বলতে সংকোচ
কত অনুভুতি প্রকাশ করতে দ্বিধা
ছোট্ট যেঁ কৌটাটি হাতে নিয়ে এসেছিলেম এ ধরায়
সময়ের সাথে সাথে তা ভরতে থাকলো
কত কথা, কত স্বপ্ন, কত সৃতি, কত আপনজন
তারপর ;
কত মিথ্যা, কত দ্বিধা, কত হিংসা, কত অন্ধকার ।
কৌটা ভরতে থাকলো
আমি ভুলেই গেলাম
বয়স যেঁ বাড়ছে আমার ।
এটাও তো ভুল কথা
বয়স আর সময়তো একটু একটু করে কমছে আমার !!
©somewhere in net ltd.