![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মুক্তি আলোয় আলোয় ; ধূলায় ধূলায় ; ঘাসে ঘাসে এই আকাশে ।।
বৃষ্টির রিমঝিম শব্দে
কতবার নিঃশব্দে আত্মহারা হয়েছি
বর্ষার জলকণায়
ভিজিয়েছি রিক্ত এই আঁচল
কতদিন হেঁটেছি সেই অচেনা পথে
যে পথে তুমি ছড়িয়েছ কদমের পাপড়ি
সাদা সাদা মেঘের মাঝে
খুঁজেছি সেই সাত রঙকে
নদীর তীরে বসে থাকা একাকী মাছরাঙ্গার মতই
প্রতীক্ষায় থেকেছি ;
আর আজ এই বৃষ্টিতে যখন
অবিরাম ভিজছি আমি
তখন শুধু মনে হয়
কখনও কি একটুখানি ছুঁতে পারব তোমায় ?
©somewhere in net ltd.