![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মুক্তি আলোয় আলোয় ; ধূলায় ধূলায় ; ঘাসে ঘাসে এই আকাশে ।।
ছোট্ট বেলা ঈদ এর খুশি
কিনব জামা, জুতা
লুকিয়ে আমি রাখব কোথায় ?
কেউ যদি দেখে ফেলে তা !
মনের মধ্যে শুধু আনন্দ
কত মজার রান্না হবে
সবই আমার পছন্দ
আম্মু জানে কি কি পেলে
ছোট্ট এ মন প্রসন্ন ।
আব্বুর সাথে গরুর হাটে
কত রঙের গরু রে
লাল গরুটাই আমার প্রিয়
ওটাই সবচে বড় যে ।
আমি হলাম ছোট্ট মানুষ
এটুকু হল আমার পেট
এত্ত বড় গরুটা আমি
কেমনে খেয়ে করব শেষ ?
তার উপরে ঈদ সেলামি
আনন্দ আর ভরেনা
আমার এই ছোট্ট পকেট
টাকা তো আর ধরেনা।
খেলা ধুলা আর টি ভি দেখা
সেও আছে যেন
ঈদ এর কদিন নেই যে মানা
যতই হোক চোখটা কানা ।
ছোট্ট আমি ভালোই ছিলাম
কেন যে ছাই বড় হলাম !
এখন সেসব শুধুই সৃতি
কোথায় গেল সেসব দিন !
সময়ের কাজ সময় করেছে
সময়েই সব হয় বিলীন ।
তবুও বন্ধু, হাত পা ঝাড়ি
চোখ উল্টিয়ে ; এক লাফ মারি ।
তোড়জোড় করে আতশ ফোটাই
চিৎকার করে কানটা ফাটাই
ঈদ মোবারাক ; ঈদ শুভেচ্ছা
কর সবাই মনে যা ইচ্ছা ।।
জাকরিন কাদীর ।।
২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৯
জাকরিন কাদির বলেছেন: ঈদ মোবারক...
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৭
জাফরুল মবীন বলেছেন: ঈদ মোবারক