নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাল আমার পরীক্ষা। কিন্তু এটা আমার কাছে বিশেষ কোন ব্যাপারই না, কারন শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারন করতে পারেনা॥ ” —টমাস আলভা এডিসন। –

মোঃ তোফায়েল ইসলাম

মোঃ তোফায়েল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩

বিয়ে হল আজ সাতটি বছর,
বাচ্ছা আসেনি কোলে।
দিন কাটে তাই রহিম মিয়ার,
নিদ্রা আহার ভুলে।
শ্বাশুড়ী বলল- যাওনা বাবা,
পাগলা পীরের কাছে,
খুলে বল তারে মনের কথা,
ইচ্ছে যত আছে।
পরের দিন'ই রহীম মিয়া,
ছুটল পীরের বাড়ি।
সাথে নিয়েছে ফলফলাদি,
মিষ্টি রসের হাড়ি।
পৌঁছল এসে ঠিক দুপুরে,
যেইখানে আছে পীর।
দেখল সেথা খানকা ঘিরে,
প্রচুর লোকের ভীড়।
পীরের হাতে সোনার আংটি,
গলায় টাকার মালা।
চেয়ারখানা শৌখিন বটে,
ম্যালা টাকার ঠেলা।
ভাবল বসে রহীম মিয়া,
মুখে দিয়ে তার হাত।
পীরে তাকে বাচ্ছা দিবে,
রক্ষে হবে জাত।
খানিক বাদে ডাক এসেছে,
'রহীম মিয়া' বলে।
সুড়সুড়িয়ে পীরের কাছে,
রহীম এল চলে।
বলল পীরে- 'কি চাই বাছা?
আর্জি কি তুর বল।
ধনসম্পদ লাগবে নাকি?
ক্ষমতা রসদবল?
রহীম মিয়া বলল উঠে,
খানিক গলা তুলে।
'বিয়ে হল আজ সাতটি বছর,
বাচ্ছা পায়নি কোলে।
যেকরেই হোক একটি বাচ্ছা,
করুন আমায় দান।
রক্ষে হবে জাতটা আমার,
শান্ত হবে প্রাণ।
একটু হেসে বলল পীরে,
এই বুঝি তুর দাবী?
থাকতে আমি চিন্তা কিসের?
বাচ্ছা পেয়ে যাবি।
বেজায় খুশী রহিম মিয়া,
বলল হেসে তবে।
বলুন বাবা এখন আমায়,
কি কি করতে হবে?
পীর শুধাল- 'এই নে তাবিজ,
বউয়ের গলায় দিবি।
অমুক তারিখ ওরশ আছে,
ছাগল নিয়ে যাবি।
আনবি সাথে হাদিয়ার টাকা,
ফলফালাদি আর।
আরও আনিস বউটাকে তুর,
করে দেব ফুঁক-ঝাড়।
ছাগল দিল,হাদিয়া দিল,
তাবীজ নিল ঢের।
বউয়ের পেটে বাচ্ছা এল কিনা,
আজও পেলনা টের।
বছর তি'নেক চলেই গেল,
বাচ্চার নেই দেখা।
ক্লান্ত রহীম বুঝল এবার,
সবই ছিল ধোঁকা।
হায়রে মুমিন বুঝবি কবে?
পীরের বুদ্ধির চিকন ধার।
দূর্গাপূজা আর দরগাহ পূজা,
আজ মিলেমিশে একাকার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬

তাল পাখা বলেছেন: হায়রে মুমিন বুঝবি কবে?
পীরের বুদ্ধির চিকন ধার।
দূর্গাপূজা আর দরগাহ পূজা,
আজ মিলেমিশে একাকার।
সহমত।

২| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৭

মোঃ তোফায়েল ইসলাম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.