![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি মধ্যবিত্ত ঘরের ছেলে, Class 10 এ পড়েন। যদি আপনি class 9 এর কোন মেয়েকে "" I Love You "" বলেন, তাহলে সে মেয়ে আপনাকে নির্ঘাত বলবে, "হারামজাদা, ইয়ার্কি মারার জায়গা পাইস না। যা, দূরে গিয়া মর।" আবার, যদি Class 7-8 এর কোন মেয়েকে "" I Love You "" বলেন। তখন ঐ মেয়েটা বলবে, " ছি ভাইয়া ! আমি না আপনাকে আমার ভাইয়া ভাবি , আর আপনি এটা করলেন। এটা আপনার কাছ থেকে আশা করি নি।" এরপর, আপনি আপনার সমবয়সী অর্থাত্ Class 10 এর মেয়েকে যদি "" I Love You "" বলেন। তাহলে প্রত্যুত্তরে সে বলবে, "দেখ, আমার Family তে অনেক Problem। তাই আমার পক্ষে এই সব সম্ভব না। তবে No problem, আমরা খুব ভাল Friend হতে পারি।" তারপর, আপনি আপনার চেয়ে Senior কোন মেয়েকে "" I Love You "" বললেন। তখন সে আপনাকে বলবে, " শয়তান কোথাকার, বড় আপুদের কিভাবে সম্মান দিতে হয় তা এখনও শেখো নি।" আর যদি আপনি ধনীর দুলাল হন। তাহলে, সবক্ষেত্রেই জবাব আসবে ""I Love You Too "" আরে মামু, তার চেয়ে আপনার Android Phone এ Talking Tom রে গিয়া বলেন "" I Love You "" । সেও আপনার প্রত্যুত্তরে "" I Love You "" বলবে। কারণ আপনার "" I Love You "" কথাটার মূল্য Virtual বিলাই বুঝলেও কোন মাইয়া বুঝবো না। ভাল লাগলে এড দিতে পারে।
২| ২৬ শে মে, ২০১৫ রাত ১০:৪৪
এরিসপ্লেটো বলেছেন:
উত্তম ঝাঁঝাঁ চাদ্গাজী চাচা।
৩| ২৬ শে মে, ২০১৫ রাত ১০:৫৩
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: এরিসপ্লেটো বলেছেন: উত্তম ঝাঁঝাঁ চাদ্গাজী চাচা।
৪| ২৭ শে মে, ২০১৫ সকাল ৮:৪২
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: এরিসপ্লেটো বলেছেন: উত্তম ঝাঁঝাঁ চাদ্গাজী চাচা।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৫ রাত ১০:০১
চাঁদগাজী বলেছেন:
১০ শ্রেণীতে পড়ার সময়, এত হরমোন এলো কোথা থেকে?
ফার্মের মুরগী কম খান, সব ঠিক হয়ে যাবে।