নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Rahul

রাউল।।

রাউল।। › বিস্তারিত পোস্টঃ

স্টার প্লাস সিরিয়াল-নিজের বোনের শ্বশুরকে বিয়ে করলো মীরা

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৩

স্টার প্লাস সিরিয়াল,গোপি বাহূ নামক নাটক,সাথ নিভানা সাথীয়া,বিদ্যা মীরা,বিয়ে করলো,একই পরিবারের দুজনকে,নিজের বোনের শ্বশুরকে বিয়ে করলো মীরা যা দেশীয় সংস্কৃতি বিরোধী।সিরিয়ালের পরিচালকের কি জ্ঞান বুদ্ধি বিবেক লোপ পেয়েছে,এধরনের দৃশ্য আমাদের সমাজের কি ক্ষতি করবে তাঁর কোনো ধারণা আছে ?

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৬

রুদ্র জাহেদ বলেছেন: হা হা।হয়ত দর্শক এরকম আশা করছিলো।পরিচালকও দর্শকের অ্যাবসার্ড, দর্শকও অ্যাবসার্ড

২| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৭

ক্যান্সারযোদ্ধা বলেছেন: খুব সম্ভবত পরিচালক হিন্দু। কারণ ক্রিষনা নিজের মামিকে বিয়ে করার নিদর্শন আছে।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯

কেএসরথি বলেছেন: যারা হিন্দী সিরিয়াল নিয়মিত দেখে, তাদের মানসিক অবস্থা নিয়ে আমি চিন্তিত।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৩

গেম চেঞ্জার বলেছেন: এইসব ছাইপাস নিয়ে কথা বলাটাও একধরনের বোকামি। আমি বুঝতে পারিনা দেশের এতগুলো চ্যানেল করেটা কি। ক্রিয়েটিভদের কাজে না লাগানোর ফলই হচ্ছে এটা।

অবশ্য যেই রকম দুর্নিতির স্রোত বয়ে যাচ্ছে তাতে ক্রিয়েটিভিটির গুরুত্বই বা কারা দেবে।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪

প্রামানিক বলেছেন: এখন সমাজের কথা পরিচালকরা চিন্তা করে না। তাই এই অবস্থা

৬| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৩ লাইনের পোস্ট। এরই মধ্যে ৫ টি মন্তব্য (আমার টা সহ ৬)। এবার বুঝলেন তো কে সফল?

৭| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৫

অন্ধ জনা বলেছেন: (এইটা একটা কাম হইলো? মীরা কাজ টা মোটেও ঠিক করে নাই।নিজের বোনের শ্বশুরকে বিয়ে.... এইটা কোনো ভাবেই মেনে নেয়া যায় না।)

ভাই এই সব বা.., ছা...। দেখেন কেন? আপনার কেন মনে হল ঐ পরিচালক আপনার সমাজের কথা চিন্তা করে সিরিয়াল বানায়।আশা ই বা করেন কেন? আপনাকে তো কেউ বন্দুক ঠেকিয়ে দেখতে বাধ্য করে নাই।পছন্দ হয় না দেইখেন না। যেমনে ছবি টবি দিয়া কষ্ট করে পোস্ট দিছেন, মনে হয় খুব হার্ট হইছেন। এমনি এমনি তো আর হার্ট হন নাই, নিশ্চয়ই ইমোশোনালি একটু বেশি এটাসড হয়ে পরছেন। বাদ দেন, চারিদিকে কি বিনোদনের জিনিষের কি অভাব পরছে? ভাল থাকেন।

৮| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪

ইকরাম বাপ্পী বলেছেন: স্টার প্লাস সিরিয়াল-নিজের বোনের শ্বশুরকে বিয়ে করলো মীরা

এই ভয়াবহ সিরিয়ালটা কোন টাইমে প্রচার হয়??


B:-) B:-) :P :P

৯| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: ক্যান্সারযোদ্ধা বলেছেন: খুব সম্ভবত পরিচালক হিন্দু । কারণ, কৃষ্ণর নিজের মামিকে বিয়ে করার নিদর্শন আছে ।" অাচ্ছা, রাধা কি তার অাপন মামি ছিলো? হিন্দু হলেই কেবল এমন সিরিয়াল তৈরি করে?

কতো ছেলেপুলে দেখলাম নিজের অাপন চাচী কিংবা মামির সাথে সম্পর্ক করেছে (মুসলিম ফ্যামেলিতেই) । সেদিন শুনলাম এক ছেলে তার অাপন খালাকে বিয়ে করেছে । সেও কিন্তু সম্ভান্ত মুসলিম পরিবারের সন্তান । যেহেতু নিজেকে সেক্যুলার দাবি করি, ধর্মীয় ব্যাপারটা অানতে চাইনি, উপর্যুক্ত মন্তব্যটা বিরক্ত লেগেছে, তাই এত কথা লিখলাম ।
বাংলাদেশের একটা চ্যানেলও ভারতে দেখানো হয় না । অথচ অামরা নির্লজ্জের মত তাদের চ্যানেল দেখি । দোষ তো অামাদের! ওরা কি অামাদের জোরপূর্বক দেখায়? নিজের স্ত্রী-মা-বোনদের অাগে ঠিক করতে হবে । অপরকে দোষ দিয়ে লাভ কী?
অাবার অামাদের মা-বোনদেরই বা দোষ দেবো কীভাবে? একটা সিনেমা বা নাটক দেখতে বসলে বিজ্ঞাপনে ভরিয়ে দেয় । তারা কি বসে বসে বিজ্ঞাপন দেখবে? তাই এইসব ফালতু জিনিস দেখে সারাদিনের ক্লান্তি দূর করে!


১০| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫২

নিষ্‌কর্মা বলেছেন: বিকৃতির চরম দেখেও আমাদের ঘরে ঘরে এই স্টার প্লাস আরো অনেক দিনে জনপ্রিয় চ্যানেল হিসাবে প্রতিষ্ঠিত থাকবে এনশাল্লাহ।

১১| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১১

লাজুক ছেলে...... বলেছেন: আমার পরিচিতজনদের(যারা এইসব সিরিয়াল দ্যাখে) আমি প্রায়ই সবাইকে একবার হলেও জিজ্ঞাসা করেছি যে এগুলা কেন দ্যাখেন?এর চেয়ে কি আমাদের নাটক অনেক ভাল না ! সবাই একই উত্তর দিয়েছেন, আর তা হলো বিজ্ঞাপন..বিজ্ঞাপন..বিজ্ঞাপন ।
সব কিছুর একটা মাত্রা থাকা উচিত কিন্তু আমাদের টিভি চ্যানেল গুলোর বিজ্ঞাপন প্রচারের কোনো সীমারেখা নেই...... চলছে তো চলছেই..... তাই তারা-যারা সিরিয়াল দ্যাখে তাদের সোজা কথা " ঘন্টায় একই বিজ্ঞাপন ১০ বার দেখার চেয়ে বস্তাপচা,অপারথিব,অযৌক্তিক নাটক ই বসে বসে দেখি " ।

কিছুদিন আগে কলকাতার লিজেন্ড " সৌমিত্র চট্টোপাধ্যায়" বাংলাদেশে এসেছিলেন, তাকে আমাদের এক সাংবাদিক তার নিজের দেশের (কলকাতার) এই সিরিয়াল সম্পর্কে মন্তব্য করতে বললে উনি এক কথায় বলে দেন " ব্যাড ইস বেটার দেন দিজ সিরিয়াল"।

কিছুদিন আগে আমাদের দেশের একটা নাটক দেখেছিলাম সিলেট এর "রাতারগুল" কে কেন্দ্র করে - তিশা,রওনক হাসান আর মামুনুর রশিদ অভিনীত - কি তার মেকিং,কি তাদের অভিনয় ! এরকম একটা নাটক এর স্বাদ কলকাতাবাসী কোনদিনও পাবে না ..... আফসোস তাদের জন্যে ।

১২| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৩

মানবী বলেছেন: বোনের শ্বশুর নিজের শ্বশুর যাকে ইচ্ছা বিয়ে দেখাক, সেটা ভারতীয়রা বুঝবে তাদের কালচারকে অপমান করা হলো কিনা। আমরা ওদের সিরিয়াল কেনো দেখবো!

ভারত পাকিস্তান সীমান্ত বরাবরই অস্থির, গুলি পাল্টাগুলি চলে প্রায় সারাবছর।
দুদিন আগে মুম্বাই শহরে পাকিস্তানী গজল গায়ক গুলাম আলীর গানের অনুষ্ঠান উদ্যোক্তারা ক্যান্সেল করতে বাধ্য হয় সেখানের জঙ্গীদল শিবসেনার হুমকীর মুখে, কারন বব্দুক যুদ্ধে পাকিস্তানি সেনার হাতে ভারতীয় সেনার মৃত্যু।

আমাদের জঙ্গীরা দা কুড়াল নিয়ে নিজের দেশের মানুষ মারতে ব্যস্ত। আর আমরা বরাবর সীমান্তে ভারতীয় সেনাদের হাতে মার খেয়ে চলেছি একতরফা, তারপরও তাদের নায়ক গায়ক দেশে এলে বর্তে যাই। ভারতীয় পোশাক, ভারতীয় টিভি চ্যানেল ছাড়া আমাদের রুচেনা। আমাদের দেশের অধিকাংশ মানুষ ভাবতে পারেনা ভারতীয় পণ্য ছাড়া সার্ভাইভ করা সম্ভব!

স্বার্থপর নির্লজ্জ জাতি আমরা, প্রতিনিয়ত ফেলানীদের আত্মার সাথে বিশ্বাস ঘাতকতা করে চলেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.