![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#ভায়েরা আমার,
আজ-দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের
সামনে হজির হয়েছি। আপনারা সবই জানেন
এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্রগ্রাম,খুলনা, নোয়াখালী, রাজশাহী,রংপুরে আমার ভাইয়েরা ফেসবুক চালাতে পারছেনা।
.
#আজ, বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ আবার ফেসবুক চালাতে চায়, বাংলার মানুষ তাঁর অধিকার চায়। কি অন্যায় করেছি? আমরাতো শুধু পারস্পরিক যোগাযোগ করি।
.
#কিন্তু দুঃখের বিষয় আজ
দুঃখের সঙ্গে বলতে হয়, পুলিসের ব্যার্থতা আর কিছু লোকের অবৈধ কাজের জন্য সারা দেশের মানুষ আজ ব্যথিত....
.
#সেই ২০০৪ থেকে অল্প অল্প করে বাঙালির
ফেসবুকের ইতিহাস গড়ে উঠেছে।আজ সরকারের একটা চিঠিতেই সিম কোম্পানি গুলো তরুণের প্রাণ বন্ধ করে দিল। এই অত্যাচার আমরা মানব না।
প্রধানমন্ত্রি ভাষন দিলেন, অন্য মন্ত্রীরা সায়
দিল, আর অমনি তারানা হালিম চিঠি দিলেন
ফেসবুক বন্ধ।যারা আমরা ফেসবুক চালাই তাদেরকে একবার বলাও হলনা
আমরা, আমরা কষ্ট করতে চাই না। আমরা এ দেশের মানুষের অধিকার চাই। আমি পরিস্কার
অক্ষরে বলে দেবার চাই যে, আজ থেকে এই বাংলাদেশে আমরা বিটিভি আর দেখবনা।
এরপরে যদি ফেসবুক চালু করে দেওয়া না হয়, আর যদি একটা আ্যাপ বন্ধ করা হয় আর যদি আমার লোকদের উপর ঝামেলা করা হয় তোমাদের কাছে আমার অনুরোধ রইলো,
#মনে রাখবা, '' vpn/proxy/uc/opera দিয়ে যখন চলছে তখন আর থামবে না।
.
#ফেসবুককে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ''। "এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম ফেসবুকের সংগ্রাম''।
★★জয় ফেসবুক★★
২| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৪
অতঃপর হৃদয় বলেছেন: খারাপ লেখেন নি
সুখ পাঠ্য ছিল
আর ৭১ এর কথা মনে করিয়ে দিল।
৩| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২০
দ্যা আহমেদ মামুন বলেছেন:
https://www.filterbypass.me/
https://www.proxysite.com/
https://kproxy.com/
http://www.proxy-service.de/
http://unblock-proxy.com/
৪| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৪
আব্দুল্যাহ বলেছেন: ভালো লাগল
৫| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯
রূপক বিধৌত সাধু বলেছেন: এটা কি মজা করার বিষয়?
৬| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮
ডার্ক ম্যান বলেছেন: ৭ই মার্চের ভাষণ নিয়ে প্যারোডি করা মানে নিজের মা'র কাপড় খুলে জনসম্মুখে হাটানো
৭| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪
সত্যের পথে আরিফ বলেছেন: ডেস প্রে মিক! ভালোই মারাইছেন
৮| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২১
রক্তিম দিগন্ত বলেছেন: যে ভাষণটা অনুবাদ করে বিভিন্ন দেশে সেনাবাহিনীর সদস্যদেরকে দেশের প্রতি ভালোবাসা তীব্র করার জন্য শুনানো হয় - সেটাকেই স্যাটায়ার করে ফেললেন।
বাহ! বাহ! দেশের উন্নতি তো অন্ধকারের পথে এই জন্যই যাচ্ছে।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৪
খোচা বাবা বলেছেন: জয় বাংলা