![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
21 hours ago:
A leopard roaming freely in a schoolবেঙ্গালুরু: রবিবার ভোরে বেঙ্গালুরুর উপকন্ঠে একটি স্কুলে আচমকাই ঢুকে পড়ল চিতাবাঘ। করিডরে হেঁটে ঘুরে দেখল সব। তার পর পাঁচিল টপকে পৌঁছে গেল সুইমিং পুলের ধারে। দেখে নিরাপত্তারক্ষীর চোখ কপালে। কোনও মতে বিপদ ঘণ্টি বাজিয়ে জানান দেন সবাইকে। ছুটে আসেন বনকর্মীরা। তাকে ধরতে গিয়ে জখম হলেন অন্তত চার জন। ভিবজিওর স্কুলের সি সি টি ভি ক্যামেরায় ধরা পড়ল গোটা ঘটনা। বেঙ্গালুরু থেকে ২৫ কিলোমিটার দূরে এই হোয়াইটফিল্ড এলাকায় ২০১২ সালে শেষ বার চিতাবাঘ দেখা গেছিল।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
দিশেহারা আমি বলেছেন: এতক্ষণ এই নিউজটাই পড়ছিলাম bbc news এ।
bbc news