![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বার্তা দিয়ে যায় করোনা
ভেবে দেখো মুসলমান,
যতোই আঁকো স্বপ্ন তুমি
নিমিষেই তা হবে খান।
মা দেখে না ছেলেরই লাশ
বাবাও যে দূরে রয়,
রোজ হাশরও এমন হবে
কালামে পা-কে তা কয়।
ইয়া নাফছি জপবে সবাই
দেখবেনা কারো পানে,
চিনবেনা কেউ কাউকে সেথা
বিভিষিকা-ময়ের টানে।
থাকতে সময় হও হুশিয়ার
রবের তরে দাও সাড়া,
নইলে মহা আজাব আছে
সাথে দোজখের তাড়া।
২| ২৬ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৯
নেওয়াজ আলি বলেছেন: সৃজনশীল লেখা
৩| ২৬ শে জুন, ২০২০ দুপুর ২:২৩
রাজীব নুর বলেছেন: করোনা তুমি এবার বিদায় নাও না।
৪| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫১
টি ইউ রিয়াদ বলেছেন: ধন্যবাদ
৫| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫১
টি ইউ রিয়াদ বলেছেন: ধন্যবাদ
৬| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫১
টি ইউ রিয়াদ বলেছেন: বিদায় নাও
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০২০ সকাল ১১:৪০
কবীর হুমায়ূন বলেছেন: সুন্দর হয়েছে ধর্মীয় ছড়াখানি। প্রথম স্তবকের চতুর্থ চরণটি আবার দেখুন। শুভ কামনা।