নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবর্তনের আশায়

টি ইউ রিয়াদ

শূন্যতা আজ পূর্ণ হলো.............

টি ইউ রিয়াদ › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্য

১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৭

(১)
ফ্যাসিবাদের নগ্ন থাবায়
দেশটা যে কি বেহাল হায়,
খেটে খাওয়া আম জনতার
বেঁচে থাকাটা যে দায়।


(২)
দ্রব্য মূল্যের উর্ধ্ব গতি
বাজারটাও লাগামহীন,
নিত্য পণ্যের বাড়ছে মূল্য
কারণ ছাড়াই প্রতিদিন।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সু ন্দর

১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৮

টি ইউ রিয়াদ বলেছেন: ধন্যবাদ জানবেন।

২| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: ভালো।

১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৮

টি ইউ রিয়াদ বলেছেন: ধন্যবাদ

৩| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১২

নেওয়াজ আলি বলেছেন: চাল ৫৫ টাকা কেজি
সিম ১৬০ টাকা কেজি
কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি
টমেটো ১৩০ টাকা কেজি
বেগুন ১২০ প্রকারভেদ ১০০ টাকা কেজি
ফুলকপি ১৪০ টাকা কেজি
পিঁয়াজ ১০০ টাকা কেজি
আলু ৫০ টাকা কেজি
পেঁপে ৪৫ টাকা কেজি
পটল ৭০ টাকা কেজি
তিতা কড়লা ৬০ টাকা কেজি

এর পরে আছে মাস শেষে বাসা ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ওষুধ খরচ,বাচ্চার খরচ,তাদের স্কুলের খরচ।

মাসে ২০ হাজার টাকা ইনকাম করা পাঁচ জনের একটি মধ্যবিত্ত পরিবার এই উচ্চমূল্যের বাজারে কিভাবে সার্ভাইব করবে?

( collected)

১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:২৯

টি ইউ রিয়াদ বলেছেন: মাসে ভাই বিশ হাজার টাকাই বা কয়জনের ইনকাম আছে?

৪| ১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৯

খায়রুল আহসান বলেছেন: বেপরোয়া চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য ন্যায্য পর্যায়ে নিয়ে আসার শক্তি এখন আর এ সরকারের হাতে নেই, হয়তো তাদের ইচ্ছেটাও নেই। যারা বিভিন্ন অবৈধ পথে আয় রোজগার করে যাচ্ছেন, তাদের এ নিয়ে কোন মাথাব্যথা নেই, কারণ তাদের হাতে অনেক টাকাকড়ি আসছে। যত দুর্ভোগ শুধু সরকারের ছত্রছায়ার বাইরে যে আমজনতা আছেন, তাদের। এই অন্যায়ের যাঁতাকলে পিষ্ট হতে হতে যেদিন এরা জেগে উঠে প্রতিবাদের হুঙ্কার দেবে, সেদিনই যদি অবস্থার কিছুটা পরিবর্তন হয়, নতুবা নয়। ঘুমিয়ে ঘুমিয়ে প্রতিবাদ করলে সে প্রতিবাদের ভাষা কেউ বুঝে না।

১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩১

টি ইউ রিয়াদ বলেছেন: ঠিক বলেছেন। যত দুর্ভোগ তা শুধু আমজনতারই ভোগ করে।

৫| ১৩ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৫

এম ডি মুসা বলেছেন: শুভেচ্ছা রইল কবিতার জন্য

১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩১

টি ইউ রিয়াদ বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভালো লিখেছেন।

১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩২

টি ইউ রিয়াদ বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.