![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...
আগেই বলে দিচ্ছি যারা জানেনা তারাই শুধু জেনে নিন।
বলিউডের অভিনেতা হিসেবে ‘রোবট’খ্যাত রজনিকান্তের নানাবিধ ক্ষমতার কথা তো সবাই-ই শুনেছেন, এবার সেই ক্ষমতা ছড়িয়ে গেল ইন্টারনেটেও।রজনিকান্তকে নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যা দেখা যায় কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই!
রজনিকান্তের অস্বাভাবিক সব ক্ষমতা নিয়ে কৌতুক প্রচলিত থাকলেও এই ইন্টারনেটবিহীন ওয়েবসাইট নিতান্ত কৌতুক নয়। বাস্তবেই রজনিকান্তের ভক্তদের তৈরি এই ওয়েবসাইট দেখতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না।
কেবল তা-ই নয়, লোড হওয়ার পর ইন্টারনেট সংযোগ বন্ধ না করলে সাইটটি দেখতেই পারবেন না এর ভিজিটররা। যতক্ষণ পর্যন্ত ইন্টারনেট সংযোগ চালু থাকবে, ততক্ষণ পর্যন্ত মেসেজ দেওয়া থাকবে যে ‘সাইটটি ব্রাউজ করতে হলে ইন্টারনেট অফ করতে হবে।’
রজনিকান্তকে নিয়ে তৈরি এই ওয়েবসাইটে তাঁর জীবন ও অভিনয়জীবন নিয়ে বিভিন্ন খুঁটিনাটি তথ্য রয়েছে।
ওয়েবসাইটটির ঠিকানাঃ http://www.allaboutrajni.com
২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬
টি-ভাইরাস বলেছেন: ভাই লোড হবার পরে ... আপনার কি করতে হবে ঐটা দেখায় দিবে আগে লোড তো হতে দেন
২| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪
সেলিম মোঃ রুম্মান বলেছেন:
ভাই ঘটনা সত্য! ইন্টারনেট চালু থাকা অবস্থায় সাইটটি লোড করে করলে মেসেজ দেয় ইন্টারনেট সংযোগ বন্ধ করতে। এরপর অলৌকিকভাবে সাইট ব্রাউজ করা যায়! পুরো সাইটটি ফ্ল্যাশ এ করা।
২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭
টি-ভাইরাস বলেছেন:
৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭
আহমেদ নিশো বলেছেন: বিরাট পুরান কাহিনী
৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯
সাদা রং- বলেছেন: এটা তো ছয় মাস আগের ঘটনা।
৫| ০৮ ই মে, ২০১৩ সকাল ৭:৪৮
কালোপরী বলেছেন: excellent
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩
অনেকের মধ্যে একজন বলেছেন: কইরে ভাই? আপনের কথা মত নেট কানেকশন ডিসকানেক্ট করে দিয়ে আপনার লিঙ্কে ক্লিক করলাম কিন্তু। নো সার্ভার ফাউন্ড লেখা আসে!