![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...
২০১০ সালের বাংলাদেশ - নিউজিল্যান্ড সিরিজের আবিষ্কার এই রুবেল হোসেন। হোয়াইট ওয়াশ করার জন্য সিরিজের শেষ ম্যাচটি জিততে হতো টাইগারদের। রুবেল ম্যাজিকেই শেষ ম্যাচটি নিউজিল্যান্ডকে হারিয়ে তাদের হোয়াইট ওয়াশের লজ্জা দিয়েছিল টাইগাররা। আমার এখনো মনে আছে, সিরিজ জিতে যাওয়ার পরও শেষ ম্যাচটি জিতার জন্য আমরা আকুল ছিলাম। হোয়াইট ওয়াশের আনন্দ করতে চেয়েছিলাম। আর সেজন্য জিততে হতো শেষ ম্যাচটি। কিন্তু হোয়াইট ওয়াশের কলংক হতে নিজেদের বাঁচানোর জন্য শেষ ম্যাচে কঠিন লড়াই করেছিল কিউইরা। হোয়াইট ওয়াশের হিরো ছিল সাকিব আল হাসান। কিন্তু হোয়াইট ওয়াশের অধ্যায়টি সম্পূর্ণ করে রুবেল হোসেন নামের এক তরুণ টাইগার। তখন কে ই বা চিনতো এই রুবেল কে। শেষ ম্যাচ ৯ টি উইকেট পড়ে যাওয়ার পর দরকার ছিল আর একটি উইকেট। বোলিং করতে আসেন রুবেল। কেউ কি ভেবেছিল এখনি পরিপূর্ণ হবে হোয়াইট ওয়াশের অধ্যায়?? পুরো বাংলাদেশ একসাথে আউট বলে চিৎকার করলো। হোয়াইট ওয়াশের আনন্দে পুরো বাংলাদেশ উৎসব শুরু করলো। রুবেল শেষ উইকেটটি নিয়ে শেষ করে দিলেন কিউইদের। ঐ সিরিজ দিয়ে বাংলাদেশ পেল আরেকটি প্রতিভার সন্ধান।
আজ ঐ সিরিজের আবিষ্কার রুবেলে বিধ্বস্ত কিউইরা। হাটট্রিকসহ ৬ টি উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ রুবেল। হোয়াইট ওয়াশ হবে কিনা সময় বলবে।
কিন্তু রুবেল ম্যাজিকে বাংলাদেশের এই জয় মনে রাখার মতো। আবারো পুরো দেশকে উৎসবে মাতালো রুবেল।
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৮
টি-ভাইরাস বলেছেন: জিতছি রে.. জিতছিইইই...!!!
২| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৩
মশিকুর বলেছেন:
অভিনন্দন রুবেল এবং বাংলাদেশ দলকে।
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৮
টি-ভাইরাস বলেছেন: জিতছি রে.. জিতছিইইই...!!!
৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৪
খুলনার শের বলেছেন: হোয়াইটওয়াশের কথা এখন ভাবাই যায়!!!!
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯
টি-ভাইরাস বলেছেন: জিতছি রে.. জিতছিইইই...!!!
৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪২
সিফাতুল্লাহ বলেছেন: অভিনন্দন রুবেল এবং বাংলাদেশ দলকে।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৩
ইমানুয়েল নিমো বলেছেন: আজকের এই খেলাটির কথা মনে থাকবে। মনে থাকবে রুবেলের হ্যাট্রিক সহ ৬ উইকেট পাওয়ার কথা। সত্যি আজকে অন্যরকম রুবেল কে দেখলাম। সামনের ম্যাচ দুটোতেও একই রুবেল কে দেখতে চাই।
অনেক অনেক সুভেচ্ছা রইল রুবেলকে।