![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...
আফসানা আহমেদ ইভা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার অপরাধ সে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে যায়নি। সে বলেছে, সে ছাত্রলীগ করে না, সে কেন তাদের মিছিলে যাবে?? এটা সহ্য হয়নি ছাত্রলীগ নেতাদের। গতকাল মধ্যরাতে ইভাকে হল থেকে বিতাড়িত করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আর তাতে নীরব সম্মতি দেন হল প্রভোস্ট। নিশ্চুপ আছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং উপাচার্য। কোন জায়গায় বিচার না পেয়ে সারা রাত প্রচন্ড ঠান্ডায় হলের বাইরে অবস্থান করে ইভা এখন হল গেটে আমরণ অনশনে বসেছে। এই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় এবং তার গণতান্ত্রিক চরিত্র! ইভা হয়ে উঠুক সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। সকল বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীদের জিম্মি করে ক্ষমতাসীনরা তাদের রাজনৈতিক লাঠিয়াল হিসেবে ব্যবহার করছে। আর এর বিরুদ্ধে রুখে দাড়ালেই আছে গঞ্জনা, হুমকী-ধামকী এমনকি শারীরিক আক্রমণ। কিন্তু এই পরিস্থিতি কি অব্যাহত থাকবে?? শিক্ষার্থীরা কি পিঠ রক্ষা করতে গিয়ে মাথা বিক্রি করে দেবে?? নিজের বিবেক, মর্যাদাবোধ বিসর্জন দেবে?? ইভারা দেয়নি, এমন অজস্র ইভা ছাত্রদের মধ্যে লুকিয়ে আছে। তাদের সংগঠিত হওয়া আজ সময়ের প্রয়োজন।
পুনশ্চঃ 'দেশের কোথাও কোন প্রশ্ন ফাঁস হয়নি' কিংবা 'তার স্বপ্নের এবং তার কন্যার হাতে গড়া সোনার বাংলায় কি প্রশ্ন ফাঁস হতে পারে' এমন কথা যারা বলেন তেমন কেউ আবার বলে বসবেন না ওখানে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের দায়িত্ব ছাত্রদল এবং শিবিরকে দেয়া হয়েছিল, এটা তাদের কাজ! এমন কাজ ছাত্রলীগ করতেই পারেনা এটা তো তার(!!!???) হাতে গড়া সংগঠন।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৭
কামরুননাহার কলি বলেছেন: বাহ বাহ কি সোনার সন্তনরা রে।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯
গারোপাহাড় বলেছেন: আমাদের ছাত্ররাজনীতি কে আরও গঠনমূলক হতে হবে। পেশিশক্তি নয় বরং মেধা-মনন ও ক্যারিশম্যাটিক নেতৃত্ব দিয়ে সকলের মন জয় করতে হবে। অবিলম্বে ইভা-কে হলে উঠানোর ব্যবস্থা করা হোক। আমরা নিশ্চই আমাদের মা-বোন দের ব্যাপারে উদাসীন থাকতে পারি না। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবিন্দের দৃষ্টি আকর্ষন করছি।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৭
মরুচারী বেদুঈন বলেছেন: ইভারা দেয়নি, এমন অজস্র ইভা ছাত্রদের মধ্যে লুকিয়ে আছে
চরম কথা বলেছেন।
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৯
সেলিম আল সাজু বলেছেন: সন্ত্রাসীরা ছাত্রলীগের নাম ব্যবহার করে এমন করছে ।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৩
আমার আব্বা বলেছেন: Good post. Joy bangla
৭| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
মরুচারী বেদুঈন বলেছেন: সেলিম আল সাজু বলেছেন: সন্ত্রাসীরা ছাত্রলীগের নাম ব্যবহার করে এমন করছে ।
সাত্তরলীগের অপর টাইটেল সন্ত্রাসী।
৮| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৮
দিস ইজ ইব্রাহিম বলেছেন: ছাগুলীগ
৯| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩
তারেক ফাহিম বলেছেন: ছাত্রলীগের নাম শুনলেই এখন ভয় লাগে।
১০| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৫
সোহানী বলেছেন: ও মাই গড। কি অবস্থা দেশের।
সকল মহলে নজরে আসুক ইভার প্রতিবাদ।
১১| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৬
মিঃ সালাউদদীন বলেছেন: ছাত্রলীগ গেলে ছাত্রদল আসবে, ছাত্রদল গেলে এরশাদলীগ আসবে, তবুও ইভারা "ইভারা"ই থাকবেন । বাংলাদেশের বর্তমান আর ভবিষ্যতের ফলাফল অতীতের মতো = শূন্য-ই থাকবে, যদিনা আমরা আমাদের স্বভাব চরিত্র বদলাতে না পারি । তবুও, লেখাটি পড়ে মনে হলো, অনেক দিন পর একটা আন্দোলনের ডাক শুনলাম ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৬
সৈয়দ ইসলাম বলেছেন: ১৯৭৫ সালে আমাদের আবারো ফিরে যেতে হবে! এখন বাকশাল হবে না, সবাই স্বাধীন থাকবে কিন্তু স্বাধীনতার স্বাদ কেউ পাবে না; কাউকে পেতে দেওয়া হবে না। দেশে গণতন্ত্রের নামে চলবে শোষণ!
আমাদের সাথে প্রশাসন রয়েছে। চিন্তা নেই! শেখ সাহেব যে ভুল করেছেন, আমরা তা করবো না।