![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে আড়াল রাখতে ভালোলাগে
সদরঘাটে ঢোকার দ্বিতীয় গেট থেকে কোনো রসিদ ছাড়াই ৫ টাকা করে সকল যাত্রী এবং সাধারণ মানুষের কাছ থেকে টোল আদায় করা হয়।এছাড়া সবার কাছ থেকে ২ টাকা এবং নৌকা থেকে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা নেয় প্রশাসন এবং কতৃপক্ষ।
সদরঘাটের জায়গা বিক্রেতা জানান,প্রতিদিন সব হকারদের কাছ থেকে ২ টাকা আয় করা হয়ে থাকে এবং ঈদের ১০ দিন আগে তা দারায় প্রায় ২০ টাকা।চাঁদা না দিলে তাদের এই এলাকায় বসতে দেয়া হয় না।প্রশাসনকে বলে লাভ নাই এই টাকা তিন ভাগ করা হয়।এক ভাগ খায় প্রশাসন,দ্বিতীয় ভাগ খায় বড় নেতারা,আর তৃতীয় ভাগ খায় ঘাটের কতৃপক্ষরা।সবার সামনেই ঘটে কিন্তু কেউ কিছুই বলে না।
লঞ্চের প্রথম গেটে টাকা দিয়ে টিকিট নিচ্ছে কিন্তু অন্য গেটে শুধু টাকা নিচ্ছে কিন্তু কোনো টিকিট নাই।এইভাবেই চলছে বহুদিন ধরে।
©somewhere in net ltd.