![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্দ্রিয়ে টের পাই
কাহার সাথে, কার সাথে
মানুষ খুঁজছি,
তারপর একে অপরের
যত্রতত্র আসমান।
প্রত্যেকে ঝুলে রবে
কানে দুল তালপাতা,
নীল বৃষ্টিতে
একটাই রূপকথা।
কে সেই গুরুদেব
করে শুধু আদেশ,
বোধি গাছের তলায়
পড়ে থাকে উপদেশ।
মন্ত্র তন্ত্র আরাধনা
অন্নই প্রাণ,
ছুঁয়ে দড়ির ফাঁস
নিস্তব্ধ জ্যোৎস্না।
তবু বাড়ে বাড়ন্ত কিশোরী
ধুম্রজালে কীর্তির বসতি,
জেগে উঠে আজো
এক বিপন্ন বিস্ময়ে।
View this link
©somewhere in net ltd.