নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালের পুতুল

তাহমিদুর রহমান

তাহমিদুর রহমান

আমি একজন সাধারন মানুষ।

তাহমিদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

মোনালিসা ছাড়া ভালবাসতে নেই

১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫

মোনালিসা ছাড়া ভালবাসতে নেই



অরিন্দম, তুই আমাকে ভালবেসেছিলি



আমাকে ভালবাসবি বলেছিলি



কোথায় গেল সেইসব কথা



ভাললাগা ব্যাথা।



তুই তোর কথা ফিরিয়ে নিসনি



আমিও রেখেছি যতনে



অবিনশ্বর করে রেখেছি তোর চাওয়া পাওয়া।



তোর সাথে বহুদিন শারীরিক দেখা নেই



তবু তুই যেন আছিস



আত্নার পরশে তোরই ছোঁয়ায় বেঁচে আছি;



মনে পড়ে, ভালবাসবি বলেছিলি।







এখনো আমি কবিতা লিখি



তোর জন্য, তোর নামে



লিখি পূর্ণিমা রাত্রীর সকালে,



এখন আর কঠিন শব্দ লিখি না



তুই বাধা দিতি



তুই বলতি ফুল ফোটার কথা



তুই বলতি বসন্তের কথা



তুই বলতি চুম্বনের কথা



আমি হেসে হেসে তোকে উড়িয়ে দিতাম



আর এখন, তোর মত হওয়ার চেষ্টা করি।







অরিন্দম, তুই কি সত্যি আমাকে ভালবেসেছিলি?



কিছু লাভাস্রোত, কিছু সঙ্গকাতরতা



আমাকে ভাসিয়ে নেই



অরিন্দম, আমি তোর মোনালিসা নই



তুই কি এতদিনে জেনেছিস?



মোনালিসা ছাড়া ভালবাসতে নেই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

অপ্রচলিত বলেছেন: দারুণ হয়েছে। তবে প্রত্যেকটি লাইনের মাঝে একটি করে ফাঁকা লাইন থাকায় দৃষ্টিকটু লাগছে। ইচ্ছাকৃত ভাবে দিয়েছেন কি?

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

তাহমিদুর রহমান বলেছেন: না। টাইপো সমস্যা।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০১

আরজু পনি বলেছেন:
অফটপিক :

নক্ষত্র ব্লগের লিঙ্কটি শেয়ার করার জন্যে ধন্যবাদ জানাই ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৫

তাহমিদুর রহমান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.