নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালের পুতুল

তাহমিদুর রহমান

তাহমিদুর রহমান

আমি একজন সাধারন মানুষ।

তাহমিদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

লেখাপড়া যখন অনলাইনেই

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩

আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা পাঠক। ছোটবেলা থেকে আমরা পড়তে ভালবাসি। ভালবাসি পড়তে গল্প, কবিতা এমনকি সাধারণ জ্ঞানের বই। যদি হিসাব করা যেত আমরা বছরে কয়টা বই পড়ি তবে দেখা যেত সংখ্যাটি অসংখ্য। এ তো গেল হাতে নিয়ে বই পড়ার কথা। কিন্তু পড়ার ব্যাপারটি যদি অনলাইনে হয় তবে সংখ্যাটি হবে সীমাহীন। এখানে পড়তে বাধা নেই, নেই অর্থ খরচ করার ব্যাপারটিও। অনলাইন ম্যাগাজিন আসার পর পড়ার ব্যাপারটি হয়ে গিয়েছিল সহজ। ধরুন আপনার এখন অবসর, সময় কাটাতে ইচ্ছে হচ্ছে। কিন্তু হাতের কাছে পড়ার মত বই নেই। অথচ সাথে আছে ল্যাপটপ, ইন্টারনেট। খুব সহজে পড়ে নিতে পারছেন আপনার প্রিয় লেখকের গল্প কিংবা প্রিয় কবির কবিতা। আর পড়তে পড়তে আপনার লেখার ইচ্ছা লাগতেই পারে। প্রথমে লিখতে গেলে অনেকেরই লেখা মানসম্পন্ন হয় না। সবকিছুর মত লেখকের যত্ন নেওয়াটাও জরুরী। এই দায়িত্বটি নিয়েছে ব্লগ। যেখানে পড়া যায় অসংখ্য লেখা, আবার লেখাও যায় অসংখ্য। এখন বাংলা ভাষাভাষীর জন্যে রয়েছে অনেক ব্লগ। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সামহোয়ার ইন ব্লগ, সচলায়তন, নক্ষত্র ব্লগ, নাগরিক ব্লগ, প্রথম আলো ব্লগ ইত্যাদি। ব্লগ থেকেই উঠে এসেছে অনেক লেখক, কবি। দিন দিন তাদের লেখাও প্রকাশিত হচ্ছে বিভিন্ন দৈনিক, ম্যাগাজিনে।

একজন ব্লগার যখন ব্লগে লেখা দেন তখন উদগ্রীব হয়ে থাকে মন্তব্যের জন্যে। একজন বেশি পড়ুয়া ব্লগার তখন সাহায্যের হাত বাড়িয়ে দেন। ভুলগুলো শুধরে দিয়ে কিংবা বাহবা দিয়ে।

এক শ্রেণীর লোক আছে যারা ব্লগারদের লেখাকে হেয় করেন। আবার কেউ কেউ আছেন ব্লগারদের লেখা দামই দিতে চান না। তারা এরকম না করে যদি আরো কিছু বেশি সময় দিতেন তবে আমরা আরো কিছু ভাল লেখক কবি পেতাম। আরো বেশি সামাজিক, রাজনৈতিক সমস্যা উঠে আসত ব্লগারদের ব্লগে। আবার অনেকের ব্লগারদের সম্পর্কে আছে নেতিবাচক ধারণা যা ব্লগারদের গঠনে ক্ষতিসাধন করছে। অনেকেই ব্লগার নাম শুনলেই ভয় পান। সময় এসেছে এগুলো ভ্রান্ত ধারণাগুলো তাদের মন থেকে মুছে দেওয়ার।

মানুষ অনেকদিন আগে থেকেই উড়ার স্বপ্ন দেখেছে। দেখতে দেখতে আবিষ্কার করে ফেলেছি বিমান, হেলিকপ্টার। ঠিক তেমনি ব্লগ মানুষকে স্বপ্ন দেখাচ্ছে লেখালিখি করার। আজ সবাই লিখতে পারে, স্বপ্ন দেখতে পারে ও দেখাতে পারে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৯

বাবুল হোসেইন বলেছেন: হুম। একদিম আমিও উড়তে চাই।

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫

তাহমিদুর রহমান বলেছেন: আরে বাবুলদা। শুভ নববর্ষ।

২| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

বাবুল হোসেইন বলেছেন: শুভ নববর্ষ।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মানুষ অনেকদিন আগে থেকেই উড়ার স্বপ্ন দেখেছে। দেখতে দেখতে আবিষ্কার করে ফেলেছি বিমান, হেলিকপ্টার। ঠিক তেমনি ব্লগ মানুষকে স্বপ্ন দেখাচ্ছে লেখালিখি করার। আজ সবাই লিখতে পারে, স্বপ্ন দেখতে পারে ও দেখাতে পারে।খাঁটি কথা।

ব্লগ দিনে দিনে আরও কার্যকর একটি প্লাটফর্ম হয়ে উঠুক।শুভ নববর্ষ।

১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮

তাহমিদুর রহমান বলেছেন: ঠিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.