![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়?......
আসুন রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কিছু মজার তথ্য পড়ি এবং বাসায় বসে হাত তালি দিই।
১) আমরা দেশী সংস্থা থেকে বিদ্যুৎ ৩ টাকা ৮০ পয়সা ইউনিটে পাচ্ছি, অথচ রামপালে আমাদের কিনতে হবে প্রতি ইউনিট ৮ টাকা ৮৫ পয়সা করে, দ্বিগুণেরও বেশী। হাততালি।
২) দেশের বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ সাত হাজার ৩০০ মেগাওয়াট আর বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোদমে উৎপাদন করলে ৭ হাজার ৮২৬ মেগাওয়াট উৎপাদন করতে পারে, তাহলে রামপাল কেন করা হল? কার স্বার্থে? উত্তরটা কারো অজানা নয়, তাই হাত তালি হবে।
৩) ১৮৩৪ একর আবাদ জমি অধিগ্রহণের ফলে ৮০০০ পরিবার উচ্ছেদ হয়ে যাবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কর্মসংস্থান হতে পারে সর্বোচ্চ ৪০০-৫০০ জনের, ফলে উদ্বাস্তু এবং কর্মহীন হয়ে যাবে প্রায় ৭৫০০ পরিবার। এই পর্যায়ে আবারো হাত তালি।
৪) এই প্রকল্পে ৫০% শতাংশ মালিকানা ভারতীয় কোম্পানির, দেশের মাত্র ১৫%। দারুণ না?
হাত তালি হোক।
#SaveSundarban
#StopRampalPlant
১৯ শে জুলাই, ২০১৬ রাত ১:৫০
তৈ. তামিম বলেছেন: লাভ নায়
২| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১:৫৩
আহম কামাল বলেছেন: হাত তালি নয়- দানবের বিরুদ্ধে, মানবের যুদ্ধের দামামা বাজবে ||
১৯ শে জুলাই, ২০১৬ রাত ২:০৪
তৈ. তামিম বলেছেন: বিশ্বাস করি আপনার কথা।।কিন্ত সে দিন টা কবে?
৩| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ২:১৩
আহম কামাল বলেছেন: সেদিন বেশী দূরে নয় | আঁধার কাটবে, আলো আসবে| মানুষ ব্যার্থ হলে, প্রকৃতি জেগে উঠবে- হুংকার তুলবে, প্রতিষোধ নেবে |
১৯ শে জুলাই, ২০১৬ রাত ২:২৬
তৈ. তামিম বলেছেন: অপেক্ষায় থাকবো সেই সোনালি ভোর টা দেখার জন্য
৪| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ২:৪৫
গেম চেঞ্জার বলেছেন: আপনার তথ্যের অথেনটিসিটি দিতে পারবেন?
৫| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ৩:১০
ইকরাম উল হক বলেছেন:
রামপাল কেন করা হল? কার স্বার্থে? উত্তরটা কারো অজানা নয়, তাই হাত তালি হবে
বিশ্বাস করুন উত্তরটা আমি জানিনা
একটু ক্লিয়ার করবেন প্লিজ?
৬| ১৯ শে জুলাই, ২০১৬ ভোর ৪:১০
বিদ্যুৎ চমক বলেছেন: চলুন সবাই মিলে দানবকে লাথি দিয়ে নামাই।
৭| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৫
সালমা শারমিন বলেছেন: এরকম হলে আসলেই দুঃখজনক। তবে তথ্যের লিংক গুলো দেন প্লিজ। এতে আপনার লিখার গ্রহনযোগ্যতা বাড়বে প্লাস আমরাও সোরস জানতে পারবো।
৮| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দরবনের কাছে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত প্রভাব নিরুপন বা ইআইএ বিশ্লেষণ-১
রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে হাই কোর্ট এর রুল জারি ও লাভ-ক্ষতি নিয়ে একটি আলোচনা।রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে হাই কোর্ট এর রুল জারি ও লাভ-ক্ষতি নিয়ে একটি আলোচনা।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের লাভ-ক্ষতি
৯| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: খোদ সরকারের বন অধিদপ্তরের "রামপাল" নিয়ে আপত্তি, প্রমাণ সহকারেঃ
রামপাল বিদ্যুত কেন্দ্র, এর উপযোগিতা, ভয়াবহতা এবং নির্মম বাস্তবতা
রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, মাত্র ১৫ ভাগ বিনিয়োগ করে এদেশের সুন্দরবন,অর্থনীতি ধ্বংস করে ভারত মালিকানা পাবে ৫০ ভাগ!!!-১
কোথায় আজ ভারত তোষণকারী আওয়ামী দালালগন? সুন্দরবন বিক্রি হয়ে গেল, কিছু বলেন
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৬ রাত ১:৪১
সিগনেচার নসিব বলেছেন: আন্দোলনে যা৩য়া দরকার