|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আবার দেখা হয়েই গেল
হুম, এবারও বিয়েবাড়ি ; কনে পক্ষ বুঝি?
হ্যা। আরে ! এটা না আমাদের প্রিয় গান ছিলো?
জানো, যে গানটা বাজছে সেটা একটা কুফা গান।
যেদিন তুমি আমার ষোড়শী মনে
অগাধ আস্থা আর অলংকারে সাজানো  স্বপ্নটাকে, 
বুলেটবিদ্ধ করে ঝাঝড়া করে দিলে,
সেদিন সকালে আমি এই গানটা শুনছিলাম।
কি ভাবছো? তারপর থেকে আমি এই গানটা আর শুনি না?
এখন, এই সুর আমার কানে ঢুকছে গরম শীসার মতো?
আসলে ব্যাপারটা ঠিক সেরকম না। 
ঐ সময়টা মনে করলে আজও আমার কানে আসে ভাঙ্গনের নিষ্ঠুর শব্দ
তোমায় চলে যেতে দেখে 
মাথা ঘুরিয়ে পড়তে গিয়ে দাঁড়াই একটা খুঁটি ধরে, 
অতি সাবধানে আগাই অসহায় দুটি পা ফেলে।
সময়ের মেঘ ভাসে তার গতিতে
দিন কেটে যায়, রোধের বেড়িতে কষ্ট লুকিয়ে রেখে।
সেই ভয়াল দড়িয়ার টানে
ভেবেছিলাম তোকে ছাড়া বাঁচবো কি করে?
ভেবেছিলাম হারিয়ে ফেলেছি আশ্রয়
এই গান শুনে আজ কাজ করে ভাললাগা  বিস্ময়!
রক্তে জাগে স্বস্তি  
তোকে ছাড়াতো ভালই আছি
এই সুর আজ আরও বাড়িয়ে দেয় আত্মবিশ্বাস। 
 ৮ টি
    	৮ টি    	 +৩/-০
    	+৩/-০২|  ০৩ রা নভেম্বর, ২০১৪  দুপুর ২:০৪
০৩ রা নভেম্বর, ২০১৪  দুপুর ২:০৪
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ 
৩|  ০৩ রা নভেম্বর, ২০১৪  দুপুর ২:৩৭
০৩ রা নভেম্বর, ২০১৪  দুপুর ২:৩৭
ভিটামিন সি বলেছেন: একটা মনে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো পংক্তিমালায়।
  ০৪ ঠা নভেম্বর, ২০১৪  দুপুর ১:৩৭
০৪ ঠা নভেম্বর, ২০১৪  দুপুর ১:৩৭
তামান্না তাবাসসুম বলেছেন: 
পড়ার জন্য ধন্যবাদ , ভালো থাকবেন 
৪|  ০৫ ই নভেম্বর, ২০১৪  রাত ১০:৪৪
০৫ ই নভেম্বর, ২০১৪  রাত ১০:৪৪
তুষার কাব্য বলেছেন: ভালো লিখেছেন কুসংস্কারের ইতিকথা...   শুভেচ্ছা...
  শুভেচ্ছা...
  ০৬ ই নভেম্বর, ২০১৪  রাত ১০:৩৪
০৬ ই নভেম্বর, ২০১৪  রাত ১০:৩৪
তামান্না তাবাসসুম বলেছেন:    এত্ত এত্ত  ধন্যবাদ
    এত্ত এত্ত  ধন্যবাদ  ভালো থাকবেন ।
  ভালো থাকবেন ।
৫|  ১৫ ই নভেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৪
১৫ ই নভেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৪
এম এস ডি সাগর বলেছেন: খুভ ভালো লিখেছেন
  ১৭ ই নভেম্বর, ২০১৪  বিকাল ৫:৪৯
১৭ ই নভেম্বর, ২০১৪  বিকাল ৫:৪৯
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ 
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০১৪  রাত ১:১৯
০৩ রা নভেম্বর, ২০১৪  রাত ১:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
স্ববপ্নটাকে -> স্বপ্নটাকে,
বিশ্বয় -> বিস্ময়,
আত্নবিশ্বাস -> আত্মবিশ্বাস
বানানগুলো ঠিক করে নিলে ভাল হয়।
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।