|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ছোটবেলায় বড় সাধ করে একবার
একটা কবিতা লিখে স্যারকে দেখিয়েছিলাম।
তিনি সেটার কিছু বানান ও ব্যাকরণগত ভূল ধরলেন,
এবং ণ-ত্ব ও ষ-ত্ব বিধান বিষয়ক লম্বা লেকচার দিলেন।
তারপর থেকে ব্যাকরণ  শিখতে শিখতে
আমার কবিতা লিখা আর হয়ে উঠলো না।
 ২৮ টি
    	২৮ টি    	 +১/-০
    	+১/-০  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:৩৪
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:৩৪
তামান্না তাবাসসুম বলেছেন: শেখাই তো শেষ হয় না। কবিতা পড়তে ভাল লাগে খুব। মাথায় অনেক ভাবনা আসে,কিন্তু নিজের কবিতা নিজেরই পছন্দ হয় না। কিসের জানি অসম্পূর্ণতা মনে হয়। 
প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা। 
২|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:৩৪
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:৩৪
শায়মা বলেছেন: আপুনি এইবার ব্যাকারণ ছাড়া লিখে দেখো আমাদের মত!!!!!!!!!  
 
কবিতার পর কবিতা হবে!!!! আমি গ্যারান্টি দিচ্ছি!
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:৩৮
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:৩৮
তামান্না তাবাসসুম বলেছেন: আমিতো ব্যাকারনের ব্য-ও জানি না। স্যার বল্লেই হবে?  আমি ফাঁকিবাজ আছি :p  তাই আমাকে দিয়ে দুইটার কোনটাই হয় নাই  
 
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপুনি। ভাল থাক।  
৩|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:৩৯
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । আপনার ঘটনায় মজা পেলাম । এখন আর ব্যকরণ না শিখে কবিতা লিখে ফেলুন ।
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:৪৮
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:৪৮
তামান্না তাবাসসুম বলেছেন: আমি ফাঁকিবাজ তাই আমাকে দিয়ে দুইটার কোনটাই হয় নাই  নিজের কবিতা নিজেরই পছন্দ হয় না। কিসের জানি অসম্পূর্ণতা মনে হয়। :p
  নিজের কবিতা নিজেরই পছন্দ হয় না। কিসের জানি অসম্পূর্ণতা মনে হয়। :p
পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা। 
৪|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১:০৯
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১:০৯
সাইয়্যিদ মুজাদ্দিদ বলেছেন: দাদা ব্যাকরণ মুখস্থ করে কবিতা লেখা যায় না। চোখ বন্ধ করে হাত চালান, হয়ে যাবে।  
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  সকাল ১১:৫১
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  সকাল ১১:৫১
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক পন্ডিত তা বুঝাতে চায় না। তাদের বোঝাতেই তো এই অনু কবিতা লিখলাম।
পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা। 
৫|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১:১৭
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১:১৭
সাহসী সন্তান বলেছেন: এইটা কোন কথা হইলো? আসছিলাম পোস্ট পড়ার জন্য, কিন্তু আইসা তো হতবাক। পোস্টের চেয়ে দেহি কমেন্ট বেশি! আপনার পোস্ট পড়লাম না, তয় কমেন্ট গুলো ভাল্লাগছে!!
সাহস কইরা লিইখ্যা ফ্যালেন! দেখবেন যা হবে তা হেব্বি হবে!!
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  সকাল ১১:৪৮
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  সকাল ১১:৪৮
তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহাহা, কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ। আজ সবাই যেমনে আমাকে কবিতা লেখার কথা বলছে,সারাজীবনেও এমনে কেউ বলে নাই!! :'( আবেগে কান্না চলে আসছে!!! :p
৬|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ২:৪৪
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ২:৪৪
প্রামানিক বলেছেন: লেখার সময় ব্যাকারণের
ধার ধারবেন না ভাই
লেখার পরে ব্যাকারণে
সাজিয়ে নিবেন তাই।
ব্যাকারণ শিখে যদি 
কবিতা লিখতে চান
তাড়াতাড়ি বাংলা ছেড়ে
কোলকাতাতে যান।
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  সকাল ১১:৫৬
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  সকাল ১১:৫৬
তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্! চমৎকার ছড়া।
অনেক পন্ডিত তা বুঝাতে চায় না। তাদের বোঝাতেই তো এই অনু কবিতা লিখলাম। আর আমাদের অনেক স্কুলের শিক্ষকরা ও ছাত্র দের উৎসাহ দেন না। তারা বোঝান পুঁথি গত বিদ্যাই সব।
পড়ার জন্য এবং সুন্দর ছড়ায় ছড়ায় মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা। 
৭|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  সকাল ১১:৫২
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  সকাল ১১:৫২
সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: আবেগে কান্না চলে আসছে!!! 
এই খানে কান্দনের ইমো হবে! '  ' আপনার ইমোটা ভাল ভাবে সেট হয়নি।
 ' আপনার ইমোটা ভাল ভাবে সেট হয়নি।
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  সকাল ১১:৫৯
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  সকাল ১১:৫৯
তামান্না তাবাসসুম বলেছেন: নতুন মন্তব্যের সময় ইমোর অপশন আসে কিন্তু প্রতিউত্তরের সময় আসে না কেন্?  আমার আবার কান্না চলে আসছে 
৮|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ১২:০৬
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ১২:০৬
সাহসী সন্তান বলেছেন: হ্যাঁ এইবার ঠিক আছে!!   
  
মন্তব্যের প্রতি উত্তরে ইমোর অপশন আসেনা ঠিক; তবে নিচের ইমো অপশনে ক্লিক করলেই তো সেটা আপনার মন্তব্যের প্রতি উত্তর যেখানে লিখছেন সেখানে চলে যাওয়ার কথা? অথ্যাৎ আপনি যেখানে মন্তব্যের প্রতি উত্তর করবেন, সেখানে কার্সর রেখে নিচের ইমো অপশনে ক্লিক করলেই সেটা ঐখানে চলে যাবে। ক্লিয়ার? 
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ১২:২০
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ১২:২০
তামান্না তাবাসসুম বলেছেন: ক্লিয়ার  
৯|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:০০
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শেষের দু লাইনইতো প্রায় কবিতা হয়ে গিয়েছে , চালিয়ে যান আপনাকে দিয়ে হবে
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:০৮
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:০৮
তামান্না তাবাসসুম বলেছেন: এটাতো আমি কবিতাই লিখতে চেষ্টা করেছিলাম  তো প্রায় কবিতা যে হয়েছে, তাতেই আমি খুশি
  তো প্রায় কবিতা যে হয়েছে, তাতেই আমি খুশি   
 
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। 
১০|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:২৪
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ৯:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটাতো আমি কবিতাই লিখতে চেষ্টা করেছিলাম  তো প্রায় কবিতা যে হয়েছে, তাতেই আমি খুশি
 তো প্রায় কবিতা যে হয়েছে, তাতেই আমি খুশি 
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।  
  
অক্কে মাইনে নিনু , এইটাও সুন্দর কবিতা   
   
   
।
।
।
।
(ফান করলামরে ভাইয়া !)
  ২০ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:২৭
২০ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:২৭
তামান্না তাবাসসুম বলেছেন:  
   
  
১১|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:৩০
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:৩০
waled ahmed বলেছেন: আমিত ব্লগে নতুন
তারপর বলছি বাংলা ভাষার মত সহজ ভাষা আর নেই
ব্যাকরণ দিয়ে লাভ নাই একটু একটু ভুল হবেই
  ২০ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:২৬
২০ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:২৬
তামান্না তাবাসসুম বলেছেন: সহমত।কিন্তু অনেকেই তা বুঝাতে চায় না। তাদের বোঝাতেই তো এই অনু কবিতা লিখলাম। আর আমাদের অনেক স্কুলের শিক্ষকরা ও ছাত্র দের উৎসাহ দেন না। তারা বোঝান পুঁথি গত বিদ্যাই সব।
মন্তব্যের জন্য ধন্যবাদ।  
১২|  ২০ শে সেপ্টেম্বর, ২০১৫  সকাল ৯:২০
২০ শে সেপ্টেম্বর, ২০১৫  সকাল ৯:২০
কৃদন্তপদ বলেছেন: বেহান বেলায় বইলছি যে,
লেহা শুরু করেন ঠিক ওইযাবো।
  ২০ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:১৭
২০ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:১৭
তামান্না তাবাসসুম বলেছেন:  
  ধন্যবাদ।
  ধন্যবাদ।
১৩|  ২০ শে সেপ্টেম্বর, ২০১৫  সকাল ৯:৪৯
২০ শে সেপ্টেম্বর, ২০১৫  সকাল ৯:৪৯
নাঈম বলেছেন: চলুক লেখা।
  ২০ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:২৬
২০ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ৮:২৬
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ 
১৪|  ১৩ ই অক্টোবর, ২০১৫  সকাল ৮:২০
১৩ ই অক্টোবর, ২০১৫  সকাল ৮:২০
রুদ্র জাহেদ বলেছেন: মানুষ মূলত নিজের জন্যই বাঁচে।মানে মানুষ মানুষের জন্য বাঁচে
  ১৩ ই অক্টোবর, ২০১৫  সকাল ৯:০০
১৩ ই অক্টোবর, ২০১৫  সকাল ৯:০০
তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ 
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:২২
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১২:২২
সুমন কর বলেছেন: এবার লিখে ফেলুন....