|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সৌন্দর্য গায়ের রং এ নয়। একটু ফ্রেশ চিন্তা করুন। মেরিল splash ফ্রেশ মানেই সুন্দর।
Dove has a vision of a world where beauty is a source of confidence।
নিহার ন্যাচারাল বিস্বাস করে; রূপ, চুল ও পোশাকে নারীর সৌন্দর্য  প্রকাশ পায়, যোগ্যত নয়।
কেয়া সুপার লেমন সোপ- তুমি সাহসী, তুমি সুন্দর।
প্রসাধন ব্যবসায়ীরা নিজেদের পন্য বিক্রির জন্য এতদিন নানা ভাবে ফাঁদ পেতেছে।তারা তাদের বিজ্ঞাপনে দেখায় তারা যে পন্যটি বেচবে আপনার মধ্যে যদি সেই দিকটার ঘারতি থাকে তাহলে সমাজে আপনি অচ্ছুৎ, ( যা আসলে না তার চেয়ে আরো তিন আগুন বাড়িয়ে দেখায়) আর যেই আপনি সেই প্রডাক্ট মাখবেন সেই আপনি খুব সমাদৃত হবেন।   তাদের প্রোডাক্ট এর কার্যকারিতা সম্পর্কে আর নাই বল্লাম কিন্তু পরিবারের সবার সাথে খেতে বসে বা বন্ধুদের আড্ডার সময় এসব কানে আসলে হুট করে খুব হাস্যজ্বল একজন  চুপ মেরে যায়। ভিতর ভিতর দুমড়ে মুছড়ে যায়।জীবনটা  অর্থহীন মনে হয় তার।
পুঁজিবাদ মুনাফাকে সর্বোচ্চ করার জন্য প্রচার করে সৌন্দর্যই হচ্ছে শক্তি। মেধা বুদ্ধিমত্তা প্রতিভা নয়; তোমার চামড়াই তোমার ভবিষ্যতের নির্মাতা।তারা কে একটা ক্যল্কুলেটিভ ফর্মে বেধে দেয়, যা প্রকৃতি বিরুদ্ধ, একটা রক্ত-মাংসের মানুষকে কেন বার্বিডল টাইপের হতে হবে?   
কেউ যখন কোন পরিবর্তনের কথা লেখে তখন অনেকেই কমেন্ট করেন এসব বলে কি লাভ? বাট বলতে বলতে আসলেই লাভ হয়।এ নিয়ে অনেকদিন ধরে অনেক অলোচনা, লেখা লেখি হয়েছে। এবং খুব ধীরে হলেও পরিবর্তন আসছে। যারা এতকাল এমন স্টুপিড এড দেখাত তারাই এখন বলছে হক কথা।
মেরিল splash  চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের দৈন্যতা,এমনকি ঐ সব চটকদার বিজ্ঞাপনেরও । তারা বলেছে সৌন্দর্যকে একটা নির্দিষ্ট বলয়ে আটকানো যায় না।তারা বলেছে সমস্যা কালো মানুষের না সমস্যা আমাদের চিন্তার- একটু ফ্রেশ চিন্তা করুন"!
if you r confident, you r beautiful এই স্লোগান নিয়ে Dove  বিভিন্ন দেশে ক্যম্পেইন চালায়। যেখানে অন্যান্য বিজ্ঞাপনে বলা হয় যে তাদের প্রসাধনী মাখলে আপনি সুন্দর হবেন তাই কনফিডেন্স পাবেন, সেখানে Dove বলছে যদি আপনি কনফিডেন্ট হন তবেই আপনি সুন্দর। তারমানে এখানে সোন্দয্যের মাপ কাঠি আত্নবিস্বাস।যা ভিতর থেকে আসে সাবান মেখে না। Dove তাদের পেইজে সোন্দর্যের সঙ্গা চেঞ্জ করা নিয়ে নানা প্রচারনা চালাচ্ছে।    
নিহার ন্যাচারাল এর প্রায় বিজ্ঞাপনেই বলে লোকের কথায় কান না দিতে। তাদের আরেকটা বিজ্ঞাপনে তারা বিদ্যা বালান হেয়ার স্টাইল দেখে গেইস করতে চাচ্ছিল যে ম্যেনেজার নাকি গৃহিণী, যেহেতু চুলের তেলের বিজ্ঞাপন তারা চুলকেই ফোকাস করবে স্বাভাবিক, নরমাল বিজ্ঞাপনে যেমন দেখায় মলীন কাপড়  দেখে হোটেলে ঢুকতে দেয় না। পরে চাদর খুলে দেখায় যে সে কত সুভ্র পোশাক পড়েছে! এখানেও তেমনটা দেখাতে পারত যে মলিন চুলের জন্য তারা তাকে সেই পদের জন্য দাম দিচ্ছে না। কিন্তু এখানেই চমক, বিদ্যা বালান বল্লেন,নিহার ন্যাচারাল ব্যবহারে ঝলমলে চুল পাই। যোগ্য বা অযোগ্য হই না । 
কেয়া সুপার লেমন সোপ এর বিজ্ঞাপনে মডেল মিম একজন ডাক্তার। সে মা মরা এক শিশুকে সবার বাধা সত্তেও নিজের পরিচয়ে মানুষ করে।এখানে তার সাহসিকতাকে সৌন্দর্য বলা হয়েছে।
তারা দেখিয়ে দিল রেসিজম, নার্সিসিজম কে লেলিয়ে  না দিয়েও  মার্কেটিং হয়। খুব অল্প হলেও শুরু যখন হল পরিবর্তন আসবেই।  তবে বিভিন্ন বিজ্ঞাপনে নারী মুক্তিকে ভিন্ন অর্থে প্রচার করা হচ্ছে তা আশংকাজনক, এদিকেও বোদ্ধা মহলের খেয়াল করা প্রয়োজন।  
  
 ২৪ টি
    	২৪ টি    	 +৫/-০
    	+৫/-০  ১৩ ই অক্টোবর, ২০১৫  রাত ২:০৪
১৩ ই অক্টোবর, ২০১৫  রাত ২:০৪
তামান্না তাবাসসুম বলেছেন: সহমত 
২|  ১৩ ই অক্টোবর, ২০১৫  রাত ৩:৫৩
১৩ ই অক্টোবর, ২০১৫  রাত ৩:৫৩
প্রবাসী পাঠক বলেছেন: বিজ্ঞাপন হল ব্র্যান্ডিং এর একটি কার্যকরী পদ্ধতি। পন্য উৎপাদনকারী কিংবা বিপণনকারি মিডিয়াকে ব্যবহার করে সরাসরি ভোক্তার কাছে তাদের পণ্যের মেসেজটা পৌঁছে দেয়া। এখন শুধুমাত্র আপনার পণ্যের নাম, গুণ বলেই কিন্তু ক্রেতাকে আকৃষ্ট করা সম্ভব না। তাই প্রতিটি বিজ্ঞাপনদাতাই চেষ্টা করেন তাদের কাঙ্ক্ষিত ভোক্তার আবেগ কিংবা দুর্বলতাকে কাজে লাগিয়ে ফয়দা তুলতে। আমাদের সমাজে সৌন্দর্য মানেই গায়ের রঙ ফর্সা হতে হবে, এটা মনে করে। প্রথমে দর্শনধারি পড়ে গুনবিচারি। এটাই আমাদের সমাজের প্রচলিত রীতি। গায়ের রঙ নিয়ে আমাদের অনেকেই হীনমন্যতায় ভুগেন। এই সুযোগটাই বিজ্ঞাপনদাতারা নেন। আফ্রিকান কোন দেশে কিন্তু রঙ ফর্সাকারী কোন বিজ্ঞাপন পাওয়া যাবে না। আমাদের চিন্তাধারায় পরিবর্তন আসলেই মূলত বিজ্ঞাপনের ধারা পরিবর্তিত হবে।
  ১৩ ই অক্টোবর, ২০১৫  সকাল ৮:৫৫
১৩ ই অক্টোবর, ২০১৫  সকাল ৮:৫৫
তামান্না তাবাসসুম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ 
৩|  ১৩ ই অক্টোবর, ২০১৫  সকাল ৮:১৫
১৩ ই অক্টোবর, ২০১৫  সকাল ৮:১৫
রুদ্র জাহেদ বলেছেন: অধিকহারে সচেতনতাই বৃদ্ধি পারে এসব বৈষম্য দূরীভূত করতে
  ১৩ ই অক্টোবর, ২০১৫  সকাল ৮:৫৬
১৩ ই অক্টোবর, ২০১৫  সকাল ৮:৫৬
তামান্না তাবাসসুম বলেছেন: সহমত  
৪|  ১৩ ই অক্টোবর, ২০১৫  সকাল ৯:৪৮
১৩ ই অক্টোবর, ২০১৫  সকাল ৯:৪৮
প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ
  ১৩ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:১৭
১৩ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:১৭
তামান্না তাবাসসুম বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ 
৫|  ১৩ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:২০
১৩ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১:২০
ধমনী বলেছেন: এটা সত্য যে গুণের কদর বেশি হওয়া উচিত। তবে বাস্তবতা হলো যারা সৌন্দর্য মানে শুধু ফর্সা নয় ইত্যাদি ইত্যাদি জ্ঞানগর্ভ উক্তি সর্বত্র বিতরণ করেন, তারা নিজেরা সেই ফর্সা হওয়ার চেষ্টায় ব্যপক টেনশিত এবং চেষ্টিত থাকেন।
  ১৩ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৩:৫৭
১৩ ই অক্টোবর, ২০১৫  বিকাল ৩:৫৭
তামান্না তাবাসসুম বলেছেন: সেটা যার যার ভেতরকার ব্যপার,কারো মনের ভেতরতো আর ঢোকা সম্ভব না। আমি সামাজিক দৃষ্টিভংগির কথা বলেছি।
৬|  ১৩ ই অক্টোবর, ২০১৫  রাত ১১:২৩
১৩ ই অক্টোবর, ২০১৫  রাত ১১:২৩
আরজু পনি  বলেছেন: 
বিজ্ঞাপন নিয়ে আমি একটা লেখা ব্লগে প্রকাশ করেছিলাম । সাম্প্রতিক সময়ে ভাবছি আরো কিছু লিখবো...আপনার লেখাটাতে চোখ আটকে গেলো...সাধুবাদ রইল তামান্না ।
  ১৪ ই অক্টোবর, ২০১৫  সকাল ১০:১৮
১৪ ই অক্টোবর, ২০১৫  সকাল ১০:১৮
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ। আপনার লেখার লিংক গুলো দিলে পড়তাম। শুভকামনা আপনাকে 
৭|  ১৪ ই অক্টোবর, ২০১৫  রাত ৩:২২
১৪ ই অক্টোবর, ২০১৫  রাত ৩:২২
কৌশিক অর্ণব বলেছেন: তথ্যবহুল পোষ্ট..
  ১৪ ই অক্টোবর, ২০১৫  সকাল ১০:১৯
১৪ ই অক্টোবর, ২০১৫  সকাল ১০:১৯
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ 
৮|  ১৪ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১২:২৪
১৪ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১২:২৪
অপু দ্যা গ্রেট বলেছেন: মুই ও সুন্দর হমু ।  
  ১৫ ই অক্টোবর, ২০১৫  রাত ১২:৪৬
১৫ ই অক্টোবর, ২০১৫  রাত ১২:৪৬
তামান্না তাবাসসুম বলেছেন: 
৯|  ১৪ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৩৯
১৪ ই অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৩৯
মাঘের নীল আকাশ বলেছেন: ঘুরায় ফিরায় বিজ্ঞাপনের শেষ কথা একই থাকে...
তুমি সুন্দর কারন =< তুমি কনফিডেন্ট
তুমি কনফিডেন্ট কারন =< তোমার আছে উজ্জ্বল ত্বক, ঝলমলে চুল, ঝকঝকে দাঁত, আকর্ষনীয় ফিগার...
তুমি সাহসী =< কারন তুমি কনফিডেন্ট =< তোমার আছে উজ্জ্বল ত্বক, ঝলমলে চুল, ঝকঝকে দাঁত, আকর্ষনীয় ফিগার...ব্লা ব্লা ব্লা...
যার এইগুলা নাই, তার কনফিডেন্টও নাই, সে সুন্দরও না....হাহাহাহাহাহা...  
   
 
মূল সমস্যা কিন্তু সুন্দর হইতে চাওয়াতেই!
  ১৫ ই অক্টোবর, ২০১৫  রাত ১:০২
১৫ ই অক্টোবর, ২০১৫  রাত ১:০২
তামান্না তাবাসসুম বলেছেন: যে কোন ভাল কিছুই তো সুন্দর। ভাল গল্প/কবিতাকে আমরা বলি সুন্দর লেখা। ভাল সুরকে বলি সুন্দর গান। ভাল কথা কে বলি সুন্দর কথা। সুন্দর হওয়া দোষের কিছু না। কিন্তু সমস্যা হইলো সুন্দর বলতে আমরা যদি শুধু একটা ক্যালকুলেটিভ ফ্রম বুঝি( ফর্সা, স্লিম ইত্যাদি)  তাইলে সমস্যা। 
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। 
১০|  ১৪ ই অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৬:২৭
১৪ ই অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৬:২৭
এরিক ফ্লেমিং বলেছেন: সাবান একটা পরিস্কারক সামগ্রী। সাবান মেখে যে সুন্দর হওয়া যায় না এটা সাবান কোম্পানি জানে তাই তারা এবার সচেতন মানুষের আবেগ কে কাজে লাগাচ্ছে। বাহ্ বাও পাচ্ছে। কিন্তু কোনো ক্রিম কোম্পানি কি এমন বিজ্ঞাপন দিচ্ছে? দিচ্ছে না। সুতরাং কোম্পানি গুলোর দৃষ্টিভঙ্গীতে কোনো পরিবর্তন আসেনি তারা নতুন কৌশলে প্রচারনা চালাচ্ছে মাত্র।
  ১৫ ই অক্টোবর, ২০১৫  রাত ১২:৫৫
১৫ ই অক্টোবর, ২০১৫  রাত ১২:৫৫
তামান্না তাবাসসুম বলেছেন: তারা ব্যবসায়ী আর তারা সবসময় লাভই খোজে।তাদের দৃষ্টিভঙ্গীতে পরিবর্তন আসা এত সোজা না এটা আশা কইরাও বোকামি। আমি ভাষাগত পরিবর্তনের কথা বলেছি। তাদের কথা আমজনতার চিন্তায় ইফেক্ট ফেলে, তুমি সুন্দর না হইলে তোমার দাম নাই এইটা যেমন কৌশল,তেমনি কালো সাদা সবাই সুন্দর এটাও কৌশল। তবে দ্বিতীয়টা প্রথমটার থেকে উত্তম  ।  সমালোচনার জন্য ধন্যবাদ।
।  সমালোচনার জন্য ধন্যবাদ।
১১|  ১৪ ই অক্টোবর, ২০১৫  রাত ১০:৫৯
১৪ ই অক্টোবর, ২০১৫  রাত ১০:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন: পোস্টে ভাল লেগেছে ।
  ১৫ ই অক্টোবর, ২০১৫  রাত ১:০৩
১৫ ই অক্টোবর, ২০১৫  রাত ১:০৩
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়্যা 
১২|  ২৭ শে নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:০৫
২৭ শে নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:০৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বছরখানেক আগে সামু ব্লগে এই বিষয়ে বেশ কিছু লেখালেখি হয়েছিল। অগ্রপথিক ছিলেন জাফরুল মবিন ভাই, তার কসমেটিকস আর রূপচর্চা নিয়ে বেশ কিছু পোস্ট ছিল। বিজ্ঞাপনের এই বিষয় নিয়ে এই বোকা মানুষের পোস্ট ছিল প্রিন্টেড এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় বিজ্ঞাপন - ETHICS!!! আর মিথ্যার বেসাতী এবং নির্লজ্জ প্রদর্শন।
পোস্টে +++
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
  ২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১০:৫৯
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১০:৫৯
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ। পড়ে জানাচ্ছি 
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০১৫  রাত ১:৫৭
১৩ ই অক্টোবর, ২০১৫  রাত ১:৫৭
চাঁদগাজী বলেছেন:
মানুষ সৌদয্যেকে অনুভব করতে পারে, বুঝতে পারে; বিক্রেতাদের ডেফিনেশন সাময়িক।