|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

খালাতো ভাইয়ের সাথে বেশি আলাপ জমানোয় বউকে খোঁচা মেরে দুটো কথা শোনালেন আবুল সাহেব। তারপর থেকে বউও ওৎ পেতে আছে কখন উনাকে অফিসের সুন্দরি কলিগকে জরিয়ে দুটো কথা শোনানো যায়।  
এর মধ্য বিরতিতে ঝাল ঝাড়লেন কলেজ ফেরত মেয়ে লিসার উপর- “বাসায় ফিরতে এত দেরী হইল কেন্? খুব পাংখা গজায় গ্যেছে না? ভাবছস কোন খবর রাখি না? ” বেচারী এদিকে সারাদিন পরীক্ষার সাজেশন আর নোট জোগারে ব্যস্ত ছিল। মায়ের কথায় তার জেদ চেপে যায়;বলে “ কিছু না কইরাও যখন সন্দেহ কর তেইলে কইরাই দ্যেখামু”। ফোন দেয় তার পিছনে সদ্য ঘুরঘুর করা মকবুলকে। মকবুলের আবার আজি দুবাই যাবার ভিসা হয়েছে। সেই আনন্দে সবাইকে ফোন করে খবরটা দিচ্ছে । ফোন ওয়েটিং পেয়ে তেলে বেগুনে জ্বলে ওঠে লিসা। 
রাতে বাড়ী ফিরে তপু দেখে মা ভাত রাধে নাই, বাসার কেউ কারো সাথে কথা বলে না। এই গুমোট পরিস্থিতি থেকে একটু সস্তি পেতে ফেসবুকে ঢ়ুকলো, তার প্রানপাখি সীমা অনলাইনে। ‘হাই বাবু' লিখল; কোন রিপ্লাই নাই। পাঁচ মিনিট পর ‘হ্যালো জান’ লিখল; কোন রিপ্লাই নাই। তার পাঁচ মিনিট পর লিখলো ‘কুচিপুচি তুমি কি বিজি?’ তাও কোন রিপ্লাই নাই। তার পাঁচ মিনিট পর লিখলো, এত ভাব নাও কেন? কার সাথে চ্যটিং কর? দুনিয়ার সব মেয়েই ছলনাময়ী। যাও ব্রেকআপ। সারারাত মেয়র নামের পাশের সবুজ বাতির দিকে চেয়ে ঘুমই হলনা। সকালের দিকে চোখে ঘুম লেগে উঠতেই প্রেমিকার ফোন- ভ্যা.... জানু তুমি আমার সম্পর্কে এমনটা ভাবতে পারলে? আমি তো অনলাইন থেকেই ঘুমিয়ে পড়েছিলাম। ভ্যা.... । ঠিক আছে, তুমি যখন বলেছ ব্রেকআপ তাহলে ব্রেকআপ, হুহ্ । মেয়েকে কোন কিছুতেই কিছু বোঝানো যায় না । তারপর বলে, ‘বাবু আমি তোমাকে ভালবাসি বলেইতো হারানোর ভয় পাই। তাই তো এমন করি।’এই কথায় মেয়ে গলে যায়। আমি রাজি আছি এক শর্তে, রিনিকে তোমার আনফ্রেন্ড করে দিতে হবে। বাবু বিশ্বাস করো ওর সাথে আমার কিচ্ছু নেই আমরা শুধু বন্ধু । তাহলে তোমার পাসওয়ার্ড দাও। তুমি তো আগে এমন ছিলে না? জা..ন ‘আমি তোমাকে ভালবাসি বলেইতো হারানোর ভয় পাই, তাই তো এমন করি।   ’ এমন কথার পর তো আর না দিয়ে থাকা যায় না । অগত্যা দিতেই হল।
  ’ এমন কথার পর তো আর না দিয়ে থাকা যায় না । অগত্যা দিতেই হল।
এদিকে সীমা আবার ফেসবুক সেলিব্রেটি। নিজের সন্দেহ দোষ ব্যকাপ দেয়ার এই মহাওষুধি ডায়লগ তার খুব মনে ধরে যায়। সে “ যে আপনাকে কখনো সন্দেহ করে না সে আপনাকে ভালইবাসেনা ” এই টাইপ স্ট্যটাস দিয়ে দেয়। সেই স্ট্যটাস লাইক, শেয়ার, কপিপেষ্ট এসব হয়ে সেই  'মকবুলের' চোখে পড়ে। মকুল আবেগে আপ্লুত হয়ে যায়। তাহলেকি লিসাও আমাকে ... ! আবার নতুন উদ্দমে লিসাকে পটাতে লেগে যায় সে। সফলও হয়। 
বিযের পর প্রথম মকবুলকে অফিসে পাঠাচ্ছে লিসা। হুট করে তার মনে হল বাবার অফিসের সুন্দরি কলিগকে নিয়ে না বাবা-মায়ের মধ্যে অনেক ঝমেলা হয়েছিল, ওকে চোখে চোখে  রাখতে হবে ....... ।
 
 ৫০ টি
    	৫০ টি    	 +৮/-০
    	+৮/-০  ২০ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:০০
২০ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:০০
তামান্না তাবাসসুম বলেছেন: হুম :p পড়ার জন্য ধন্যবাদ 
২|  ২০ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:২৫
২০ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:২৫
শার্লক_ বলেছেন: ভাল চলুক তাহলে।
  ২০ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:৩০
২০ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:৩০
তামান্না তাবাসসুম বলেছেন:  
  
৩|  ২০ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:৩৬
২০ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:৩৬
রুদ্র জাহেদ বলেছেন: হাহ-হা,চোখে চোখে রাখতে হবে!!!  
  
চলতে থাকুক...
  ২০ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:২৭
২০ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:২৭
তামান্না তাবাসসুম বলেছেন:  
  
 
৪|  ২০ শে নভেম্বর, ২০১৫  রাত ১:০৩
২০ শে নভেম্বর, ২০১৫  রাত ১:০৩
চাঁদগাজী বলেছেন: 
এ ধরনের ভালোবাশীন সম্পর্ক  কি কারো দরকার আছে?
  ২০ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:২৫
২০ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:২৫
তামান্না তাবাসসুম বলেছেন: দূর্ভাগ্যের বিষয় বর্তমানে বেশিভাগ সম্পর্ক গুলাই এমন হয়ে গেসে।তাদের চোখে আংুল দিয়ে দেখানোর জন্যই লিখলাম। এমন সম্পর্কের কোন মমানেই হয় না।সবার সন্দেহ বাতিক দূর হোক। ধন্যবাদ 
৫|  ২০ শে নভেম্বর, ২০১৫  রাত ১:৩২
২০ শে নভেম্বর, ২০১৫  রাত ১:৩২
প্রামানিক বলেছেন: চোখে চোখে রাখতে গিয়া অশান্তিই শুধু দানা বাধবে শান্তি আর আসবে না। চমৎকার লেখনি ধন্যবাদ।
  ২০ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:২৪
২০ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:২৪
তামান্না তাবাসসুম বলেছেন: দূর্ভাগ্যের বিষয় বর্তমানে বেশিভাগ সম্পর্ক গুলাই এমন হয়ে গেসে।সবার সন্দেহ বাতিক দূর হোক।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ 
৬|  ২০ শে নভেম্বর, ২০১৫  রাত ৩:১৯
২০ শে নভেম্বর, ২০১৫  রাত ৩:১৯
রক্তিম দিগন্ত বলেছেন: সন্দেহের চক্রে ঘুরতে ঘুরতে ঘুরার মাঝেই থাকবে সব। মজা লাগলো।  
  ২০ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:২২
২০ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:২২
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ। সবার সন্দেহ বাতিক দূর হোক 
৭|  ২০ শে নভেম্বর, ২০১৫  ভোর ৪:৪৭
২০ শে নভেম্বর, ২০১৫  ভোর ৪:৪৭
চাদঁপুর বলেছেন: একেই বলে নষ্ট সমাজ..
  ২০ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:২১
২০ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:২১
তামান্না তাবাসসুম বলেছেন: আসলেই এদের মাথা নষ্ট। নূন্যতম কমনসেন্স থাকলে কেউ এমন করে না। কিন্তু দূর্ভাগ্যের বিষয় বর্তমানে বেশিভাগ সম্পর্ক গুলাই এমন হয়ে গেসে। 
৮|  ২১ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:১৯
২১ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:১৯
আরণ্যক রাখাল বলেছেন: হা হা হা| মজাদার রচনা
  ২১ শে নভেম্বর, ২০১৫  রাত ৯:৩০
২১ শে নভেম্বর, ২০১৫  রাত ৯:৩০
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ 
৯|  ২২ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:২২
২২ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:২২
অতঃপর হৃদয় বলেছেন: পড়ে মজা পাইলাম।   
  
 
  ২২ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৩৭
২২ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৩৭
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ  
১০|  ২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:৫৫
২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন: 
 
  ২৩ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:০৭
২৩ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:০৭
তামান্না তাবাসসুম বলেছেন: 
১১|  ২৬ শে নভেম্বর, ২০১৫  রাত ১:০৬
২৬ শে নভেম্বর, ২০১৫  রাত ১:০৬
ইমরাজ কবির মুন বলেছেন: 
ভেরী গুড ওয়ান, হাহাহ!
  ২৬ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:১৮
২৬ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:১৮
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ 
১২|  ২৬ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:২৯
২৬ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:২৯
গেম চেঞ্জার বলেছেন: চক্রটা ভালই.....। এই চক্কর যদি কোন ইন্ডিয়ান নাটক নির্মাতা দেখে তাইল......।  
  ২৬ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৪৩
২৬ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৪৩
তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহাহা! তেইলেই হইছে   ভাল মিল বের করেছেন তো!
  ভাল মিল বের করেছেন তো!
১৩|  ২৬ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫০
২৬ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫০
অপর্ণা মম্ময় বলেছেন: সন্দেহ খুব খারাপ রোগ। এই রোগে নিজেও খারাপ থাকা লাগে, সাথের মানুষরাও খারাপ থাকে।
  ২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১:২০
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১:২০
তামান্না তাবাসসুম বলেছেন: সেটা বোঝানোর জন্যই এই ফান পোস্ট এর অবতারনা। শুভকামনা 
১৪|  ২৬ শে নভেম্বর, ২০১৫  রাত ৯:২৩
২৬ শে নভেম্বর, ২০১৫  রাত ৯:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরে জটিল ভারনা চিন্তা!!!
সন্দেহের গুষ্টি কিলাই! প্রেমই করুম না!!!  
 
++
  ২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১:২২
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১:২২
তামান্না তাবাসসুম বলেছেন: না না এমন ভয়াবহ সিদ্ধান্ত নিয়েন না প্লিজ, তাইলে আমাদের ভাবীর কি হবে?  আপনার জিবনে সন্ধেহ মুক্ত প্রেম আসুক, এই কামনায় 
১৫|  ২৬ শে নভেম্বর, ২০১৫  রাত ৯:৩১
২৬ শে নভেম্বর, ২০১৫  রাত ৯:৩১
আরজু পনি  বলেছেন: 
সন্দেহ আসলেই চক্র, চাচীর সন্দেহ ভাস্তির উপরে ভর করে...
আপনি এক বছরের বেশি ব্লগিং করেন অথচ চিন পরিচয় নেই ! আজ আমার ভিজিটর লিস্টে দেখে ঘুরতে এলাম আপনার ব্লগে ।
শুভেচ্ছা রইল, তামান্না ।
  ২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১:২৬
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১:২৬
তামান্না তাবাসসুম বলেছেন: স্বাগতম ভাইয়্যা  আমি একটু নিভৃতচারী হওয়ায় কারো সাথেই পরিচয় নাই
আমি একটু নিভৃতচারী হওয়ায় কারো সাথেই পরিচয় নাই  আমার পাতায় আপনাকে পেয়ে অনেক অনেক ভাল লাগলো।
  আমার পাতায় আপনাকে পেয়ে অনেক অনেক ভাল লাগলো।
১৬|  ২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১:৪১
২৭ শে নভেম্বর, ২০১৫  রাত ১:৪১
সুমন কর বলেছেন: ফেসবুকে চ্যাটিং আর করা হলো না.....  হাহাহাহা........এসব কখনো করিনি। আর কখনো করা হবেও না...
  হাহাহাহা........এসব কখনো করিনি। আর কখনো করা হবেও না...
আজকালের পোলাপাইনগুলো একটু বেশী এ্যাডভান্স......সুযোগ বেশী পাচ্ছে।
শুভ রাত্রি।
  ২৭ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:০৪
২৭ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:০৪
তামান্না তাবাসসুম বলেছেন: ভাইয়্যা আজকালকার পোলাপান প্রেম করে না সারভাইভ করে, এমনে যে কয়দিন সারভাইভ করতে পারে ততদিনই সম্পর্ক টিকে থাকে। বিরক্ত লাগে এগুলা দেখলে।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ 
১৭|  ২৭ শে নভেম্বর, ২০১৫  সকাল ৮:৪৪
২৭ শে নভেম্বর, ২০১৫  সকাল ৮:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: এতো প্যচগি নিয়া বাঁচাই দায় 
  ২৭ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:০৬
২৭ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:০৬
তামান্না তাবাসসুম বলেছেন: এরা যে এত্ত প্যরা নিয়া ক্যমনে বেচে থাকে আল্লাহ ই জানে 
১৮|  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:০৬
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:০৬
সুলতানা রহমান বলেছেন: এরকম সন্দেহে থাকলে জীবন শেষ।
  ২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:১৬
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:১৬
তামান্না তাবাসসুম বলেছেন: আসলেই শেষ। অবাক লাগে যখন এমন সব জুটি দেখি।
১৯|  ২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৪১
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৪১
নিমগ্ন বলেছেন: হায় সন্দেহ!!
তুমি করেছ ক্ষুদ্রানু!!
  ২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:২০
২৮ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:২০
তামান্না তাবাসসুম বলেছেন: আসলেই ছোট মনের মানুষরাই প্রিয় জনকে সন্দেহ করে। পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।  
২০|  ৩০ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:৩৮
৩০ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:৩৮
বাংলার ফেসবুক বলেছেন: বাবু আমি তোমাকে ভালবাসি বলেইতো হারানোর ভয় পাই। তাই তো এমন করি।’@ আসলে খাঠি প্রেমে কখনো হারানোর ভয় থাকেনা সে নিজেই হারিয়ে যাওয়ার ভয় করে। অনেক ভাল ও সুন্দর লাগলো। চালিয়ে যান সঙ্গেই পাবেন।
  ৩০ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:৪২
৩০ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:৪২
তামান্না তাবাসসুম বলেছেন: আমি সেই কথাটাই ব্যাঙ্গ এর মাধ্যমে বোঝাতে চেয়েছি। তাই এই লাইনটা bold করেছি। বোঝার জন্য অনেক ধন্যবাদ  ভাল থাকবেন।
 ভাল থাকবেন।
২১|  ৩০ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:৪২
৩০ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:৪২
তাশফিয়া নওরিন বলেছেন: হায় সন্দেহ!!
  ৩০ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৪:৩১
৩০ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৪:৩১
তামান্না তাবাসসুম বলেছেন: 
২২|  ৩০ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:৪৩
৩০ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:৪৩
তাশফিয়া নওরিন বলেছেন: ভালো লাগলো
  ৩০ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৪:৩২
৩০ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৪:৩২
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ 
২৩|  ০১ লা ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৩২
০১ লা ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৩২
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: অপ্রস্তুত হয়ে গেলাম ।
  ০১ লা ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৩৪
০১ লা ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৩৪
তামান্না তাবাসসুম বলেছেন: কেন?
২৪|  ০১ লা ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৩৮
০১ লা ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৩৮
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: এত্তোগুলো সন্দেহ দেখে ।
  ০১ লা ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৪২
০১ লা ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৪২
তামান্না তাবাসসুম বলেছেন: 
২৫|  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৮:১৩
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৮:১৩
চ্যাং বলেছেন: সন্দেহ কোরা খেরাপ জিনিস!
  ০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:৪৫
০৩ রা ডিসেম্বর, ২০১৫  রাত ৯:৪৫
তামান্না তাবাসসুম বলেছেন: আমার লেখায় তো মজার ছলে তাই বল্লাম!
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৫  রাত ১১:৫৮
১৯ শে নভেম্বর, ২০১৫  রাত ১১:৫৮
অভ্রনীল হৃদয় বলেছেন: হা হা হা। এভাবে চলতেই থাকবে।