|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
পরীক্ষায় ফেলের দোষ প্রশ্নের ঘাড়ে চাপানোর মত করে
আমায় ছেড়ে গেছ বলে তোমায় দুষবো না। 
এবার আর আগ বাড়িয়ে ডাকবো না।
হঠাৎ কলিজায় মোচড় দিলে
কষ্ট ঢালবো কবিতার খাতায়।
ভূল ভাঙ্গলে কখনো ফের যদি,
বনলতা সেনের মত চোখ তুলে বলবো -
এতদিন কোথায় ছিলেন!
 ৫১ টি
    	৫১ টি    	 +৮/-০
    	+৮/-০  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১২:৩২
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১২:৩২
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা আপা।  ভাল আছেন?  ঘোরাঘুরি কেমন চলছে আপনার? 
২|  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১২:৩৫
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১২:৩৫
রক্তিম দিগন্ত বলেছেন: ভুল ভাঙলে কখনো ফিরলে, কী দরকার জিজ্ঞেস করার এতদিন কোথায় ছিলেন?
তার যদি এই প্রশ্নটা এড়ানোর ইচ্ছাই থাকত - তাহলে তো যেতই না। যে যায় যাক, চিরকালের জন্যেই যাক।
ভাল লাগ্লো।
  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১২:৪৫
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১২:৪৫
তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর মন্তব্য! এবং সহমত 
আসলে কবিতা টা শুরু করেছিলাম এক মুডে আর শেষ করি আরেকদিন আরেক মুডে। এতদিন কোথায় ছিলেন বলা যায় হাল্কা দুরত্বে, ব্যপারটা তেইলে ড্রামাটিক হয়, কিন্তু বেশি অভিমানে আসলেই বেমানান  
 
এতদিন কোথায় ছিলেন - লাইনটা আমার এতই পছন্দ তাই কিছুতেই ফেলতে পারলাম না। 
৩|  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১২:৩৭
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১২:৩৭
ফেরদৌসা রুহী বলেছেন: ছেলের স্কুল খুলেছে তাই এখন সপ্তাহে একদিন ঘুরতে পারব। অবশ্য আমি প্রতিদিনই বের হই, হাতে সময় থাকলে মা ছেলে ঘুরেও আসি।
  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১২:৪৭
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১২:৪৭
তামান্না তাবাসসুম বলেছেন: আমি আর আমার মা ও সময় পেলেই ঘুরি। 
সুন্দর ছবি সহ পোস্ট দেন আবার, পড়তে ইচ্ছা করছে তো 
৪|  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১২:৪৪
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১২:৪৪
সুমন কর বলেছেন: হাহাহা....
হঠাৎ কলিজায় মোচড় দিলে
কষ্ট ঢালবো কবিতার খাতায়।
  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১২:৪৮
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১২:৪৮
তামান্না তাবাসসুম বলেছেন:  
  
 
এছাড়া আর কি করার আছে বলেন দাদা, আমি কাউকে কড়া  কথা বলতে পারিনা যে।  
ভাল আছেন তো?
৫|  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১২:৪৪
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১২:৪৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *খুব ভালো হয়েছে। আরো কিছু লিখে উপসংহার টানা যেত । তবুও চলবে ।
  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১২:৫০
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১২:৫০
তামান্না তাবাসসুম বলেছেন: কি করবো বলেন, ভীষন অলস আমি, টাইপিং করতে কষ্ট লাগে, তাই যত অল্পে মনের ভাব প্রকাশ করা যায় সেই চেষ্টায় থাকি সবসময়।  
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ 
৬|  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১২:৫৩
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১২:৫৩
তামান্না তাবাসসুম বলেছেন: এটা একটা ঠান্ডা ঠান্ডা কবিতা। আমি শীত কালে শান্ত মেয়ে হয়ে যাই  নাইলে সত্যি সত্যি আমার সাথে কেউ এমন করলে ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়ার মত মেয়ে আমি
  নাইলে সত্যি সত্যি আমার সাথে কেউ এমন করলে ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়ার মত মেয়ে আমি 
৭|  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:০২
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথমত, তুমি আমি তে গোলমাল হয়ে গেছে।
আমায় ছেড়ে গেছ বলে তোমায় দুষবো না। 
এতদিন কোথায় ছিলেন!
দ্বিতীয়ত, ভূল ভাঙ্গলে কখনো ফের যদি, 
ভূল ভাঙ্গলে যদি কখনো ফিরে আসো, 
এতদিন কোথায় ছিলেন! 
এই একটা লাইন কবিতাটা ভালো লাগার জন্য যথেষ্ট মনে  হলো।
+
  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:১৬
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:১৬
তামান্না তাবাসসুম বলেছেন: এতদিন কোথায় ছিলেন! - লাইনটা জীবনানন্দ দাসের বনলতা  সেন কবিতার রেফারেন্স হিসেবে নিয়েছি। ওখানে আপনি আছে। সেটা হুবুহু তুলে দিয়েছি। তাই আপনি।
আর দ্বিতীয় লাইনের কথা যেটা বল্লেন, কবিতা কি আর গ্রামার মেনে হয়?  
গঠনমূলক মন্তব্যে অনেক ধন্যবাদ ভাইয়্যামনি। এভাবেই পাশে থেকো  
 
৮|  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:২৬
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:২৬
রাফা বলেছেন: কেনো এই ব্লগেইতো ছিলাম ,
দেখতে পান নাই আপনি?  
 
ভালো লিখেছেন,তামান্না তাবাসসুম।
ধন্যবাদ।
  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:৩৬
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:৩৬
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ  
 
হুম দেখেছি বলেই তো আপনার পাতায় ঘুরে আসলাম লেখা পড়লাম 
৯|  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:৩৫
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:৩৫
প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল। ধন্যবাদ
  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:৩৭
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:৩৭
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি 
১০|  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:৩৭
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:৩৭
আবু শাকিল বলেছেন: হঠাৎ কলিজায় মোচড় দিলে যত ইচ্ছা ঢালবেন   আর হ্যা
 আর হ্যা
 রাফা দা এই ব্লগেই ছিলেন ।
আমি সাক্ষী   
 
  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:৪১
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:৪১
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ 
১১|  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:৪৯
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:৪৯
জাহিদ নীল বলেছেন: যে চলে যায় তাকে ডেকে কি লাভ? Borog amy daoet diata paris....biriani kaiea asbo ar koster kotha gulo sunlam. :p
  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ২:২৬
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ২:২৬
তামান্না তাবাসসুম বলেছেন: আমি কষ্ট কবিতার খাতায় ঢালি আর তুই যা খাদক তোকে বিরিয়ানি খাওয়ায় কষ্টের কথা বলতে গেলে আমার পাড়াপড়শি সবার দুঃখের কথা বলা হয়ে যাবে, তাও তোর খাওয়ায় শেষ হবে না
 আর তুই যা খাদক তোকে বিরিয়ানি খাওয়ায় কষ্টের কথা বলতে গেলে আমার পাড়াপড়শি সবার দুঃখের কথা বলা হয়ে যাবে, তাও তোর খাওয়ায় শেষ হবে না 
১২|  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ২:১৫
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ২:১৫
রুদ্র জাহেদ বলেছেন: এবার আর আগ বাড়িয়ে ডাকবো না।
হঠাৎ কলিজায় মোচড় দিলে
কষ্ট ঢালবো কবিতার খাতায়।
বেশ বেশ,তাই করা উচিত বুঝি?  
 
এতদিন কোথায় ছিলেন!এখানটাতে কোমলতা,হৃদয়ছোঁয়া
যে চলে গেছে সে  ফিরে আসলে এভাবে আবার তাকে আগের মতো হৃদয় থেকে গ্রহণ করা যায়...বোধহয় প্রাচীর তৈরি হয় এরই মাঝে।আমি বলি যে আমার আমি সে এক মুহুর্তের জন্যও যেতে পারে না তাকে যেতে দিতে পারি না।এখানে প্রিয় ঋত্বিক ঘটকের একটা কথা মনে পড়লো---উনি বলেছেন "মানুষকে আমি পাগলের মতো ভালোবাসি..." সেখানে দুজনতো মানুষেরই উর্ধ্বে একজন মানুষ
  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ২:৩১
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ২:৩১
তামান্না তাবাসসুম বলেছেন: আমি কাউকে কড়া কথা বলতে পারিনা যে তাই কবিতার খাতা ছাড়া উপায় নাই। তাতেও তো শেষ রক্ষা হল না, সেই কোমলতাই ফিরে গেলাম।
আমার মনে হয় যাকে কেউ সত্যি ভালবাসে শত অভিমানের পরেও মনে মনে তার কাছে ফিরে যেতে চায়, আর যেটা মোহ থাকে তার প্রতি রাগটাই ধরে রাখতে পারে, তাকে পাড়ার আশা ভূলতে পারে। পুরোপুরি নিজস্ব মতামত  
 
সুন্দর মন্তব্যে ধন্যবাদ ভাইয়্যা। নতুন লেখা দেখছি না যে ইদানিং?
১৩|  ০৮ ই জানুয়ারি, ২০১৬  ভোর ৬:৩৯
০৮ ই জানুয়ারি, ২০১৬  ভোর ৬:৩৯
ভিটামিন সি বলেছেন: ভালোই তো লাগলো দাদা, একেবারে ঢেলে দিয়েছেন।
  ০৮ ই জানুয়ারি, ২০১৬  সকাল ১১:০৫
০৮ ই জানুয়ারি, ২০১৬  সকাল ১১:০৫
তামান্না তাবাসসুম বলেছেন: দাদা না দিদি।  
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ 
১৪|  ০৮ ই জানুয়ারি, ২০১৬  সকাল ১১:২৩
০৮ ই জানুয়ারি, ২০১৬  সকাল ১১:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি চমৎকার কবিতা লিখেন দেখছি !!! 
শুভ কামনা ।
  ০৮ ই জানুয়ারি, ২০১৬  দুপুর ১:২৮
০৮ ই জানুয়ারি, ২০১৬  দুপুর ১:২৮
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ  
  
 
ভাল থাকবেন 
১৫|  ০৮ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৩:০৭
০৮ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৩:০৭
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় কষ্ট ঢাললে আমরা ভাল ভাল কবিতা পাবো !! হা হা 
কবিতা ভাল লেগেছে ।
  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ৮:১৮
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ৮:১৮
তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহা, সেটাই দুই দিক দিয়েই লাভ  পাঠ ও মন্তব্যে ধন্যবাদ
 পাঠ ও মন্তব্যে ধন্যবাদ 
১৬|  ০৮ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:৩৫
০৮ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন: 
খুবই সহজ কথা, সুন্দর অবস্হান,  টান থাকলে আসবে, ডেকে আনলে থাকবে না।
  ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ৮:১৭
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ৮:১৭
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও সুন্দর মন্তব্যে ধন্যবাদ প্রিয় ব্লগার 
১৭|  ১০ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:৫৭
১০ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:৫৭
এহসান সাবির বলেছেন: লেখা লিখি চলুক......
সাথে আছি......
শুভ কামনা থাকল।
  ১০ ই জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:০০
১০ ই জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:০০
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ  শুভকামনা নিরন্তর
 শুভকামনা নিরন্তর 
১৮|  ১১ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:১৪
১১ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:১৪
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: নামটা দেখে এক প্রকার ছুটে এলাম। ফেসবুক চেকও করলাম। মিলে গেলে হয়ত নিরবে চলে যেতাম। 
 কবিতাটা পড়লাম, ঘুরঘুর করলাম কিছুক্ষণ। অনেকদিন আগে কেউ একজন ছিল এই নামে, নিজের দোষেই হয়ত হারিয়েছি তাকে। প্রায়শ্চিত্ত করে চলেছি এখনও!
 "আমি হাজারবার জেনে শুনে হেরে গিয়েছি, কেবল তোমায় একটিবার জিতে নেবো বলে!" -ভালো থাকবেন সহব্লগার!
  ১১ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:২৩
১১ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:২৩
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।  
 
আপনার তাকে খুঁজে পান, এই কামনায়। 
১৯|  ১১ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:৪৪
১১ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:৪৪
কাজী মেহেদী হাসান। বলেছেন: পরীক্ষায় ফেলের দোষ প্রশ্নের ঘাড়ে চাপানোর মত করে
আমায় ছেড়ে গেছ বলে তোমায় দুষবো না।   এরচেয়ে ভালো করে দোষারোপ করাটাও যেত না  
  ১১ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:২৪
১১ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:২৪
তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহাহা,পাঠ ও মন্তব্যে ধন্যবাদ  
 
ভাল থাকবেন।
২০|  ১৩ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:৫৬
১৩ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৪:৫৬
তার আর পর নেই… বলেছেন: এতদিন কোথায় ছিলেন -এতদিন কোথায় ছিলে?
কবিতায় আপনি শব্দ ভাল লাগেনা।
  ১৩ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:৩০
১৩ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:৩০
তামান্না তাবাসসুম বলেছেন: এতদিন কোথায় ছিলেন! - লাইনটা জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতা থেকে Allusion হিসেবে নিয়েছি। ওখানে আপনি আছে। 
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ 
২১|  ১৩ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:৩৪
১৩ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:৩৪
তার আর পর নেই… বলেছেন: তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?
এই লাইন তো?
আমি ভেবেছিলাম …
শুভকামনা
  ১৪ ই জানুয়ারি, ২০১৬  সকাল ১১:২৫
১৪ ই জানুয়ারি, ২০১৬  সকাল ১১:২৫
তামান্না তাবাসসুম বলেছেন: জ্বী ঠিক ধরেছেন। ধন্যবাদ।
অনেক ভাল থাকবেন 
২২|  ১৬ ই জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:০৩
১৬ ই জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:০৩
ইফতেখার রাজু বলেছেন: হঠাৎ কলিজায় মোচড় দিলে
কষ্ট ঢালবো কবিতার খাতায় । দারুণ বলেছেন।
  ১৯ শে জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:৩০
১৯ শে জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:৩০
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ।  শুভকামনা নিরন্তর 
২৩|  ০৪ ঠা মার্চ, ২০১৬  বিকাল ৩:০১
০৪ ঠা মার্চ, ২০১৬  বিকাল ৩:০১
বিজন রয় বলেছেন: কারো কোন দোষ দিয়ে লাভ নেই।
সুন্দর কবিতা।
++++
  ০৪ ঠা মার্চ, ২০১৬  রাত ৯:২৪
০৪ ঠা মার্চ, ২০১৬  রাত ৯:২৪
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ  
 
শুভকামনা নিরন্তর 
২৪|  ০৯ ই মার্চ, ২০১৬  রাত ১০:৩৪
০৯ ই মার্চ, ২০১৬  রাত ১০:৩৪
মাহীনূর বলেছেন: অনেক ভালো লিখেছেন।
  ১২ ই মার্চ, ২০১৬  সকাল ৮:৫২
১২ ই মার্চ, ২০১৬  সকাল ৮:৫২
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ  
 
শুভকামনা।
২৫|  ১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ১:৪৬
১৪ ই জুলাই, ২০১৬  দুপুর ১:৪৬
আহমেদ জী এস বলেছেন: তামান্না তাবাসসুম   , 
খুব অভিমান ভরে যে কবিতাটি লিখেছেন তা এই লাইন দু'টিতেই বোঝা গেলো - 
পরীক্ষায় ফেলের দোষ প্রশ্নের ঘাড়ে চাপানোর মত করে
আমায় ছেড়ে গেছ বলে তোমায় দুষবো না। 
 
লেখার হাত ভালো । তবে এখানে - "ভূল ভাঙ্গলে কখনো ফের যদি," এখানে যদি শব্দটি মনে হয় বাহুল্য হয়েছে । পরবর্তী লাইনটির সাথে যাচ্ছেনা  ঠিক । 
শুভেচ্ছান্তে ।
  ১৪ ই জুলাই, ২০১৬  বিকাল ৩:০৮
১৪ ই জুলাই, ২০১৬  বিকাল ৩:০৮
তামান্না তাবাসসুম বলেছেন: আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ প্রিয় লেখক।  
 
আসলে যদি'র বদলে কি দেয়া যায় মেলাতে পারছিলাম না।
২৬|  ১৪ ই জুলাই, ২০১৬  রাত ৮:৪০
১৪ ই জুলাই, ২০১৬  রাত ৮:৪০
আহমেদ জী এস বলেছেন: তামান্না তাবাসসুম , 
প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ । 
"যদি" শব্দটির আসলেই কোনও স্থান নেই এখানে । বাদ দিতে পারেন অনায়াসে । এতে কারো অপেক্ষায় থাকাটা কবির জন্যে পোক্ত হয় । 
 আবার এটাও লিখতে পারেন -  
ভূল ভাঙ্গলে কখনো ফের 
বনলতা সেনের মত চোখ তুলে বলবো না -
এতদিন কোথায় ছিলেন!
এটা  হলে আগের স্তবকের ভাবের সাথে মিলে যাবে । 
এবারে ক্ষমা চাই  , কবির স্বাধীনতায় হাত দিয়েছি বলে । কারন, কবির ভাবের স্বাধীনতা আগে । 
ভালো থাকুন ।
  ১৪ ই জুলাই, ২০১৬  রাত ১০:০৩
১৪ ই জুলাই, ২০১৬  রাত ১০:০৩
তামান্না তাবাসসুম বলেছেন: ব্লগের তো এই এক সুবিধা সুহৃদ দের মন্তব্য থেকে নিজেকে সমৃদ্ধ করা  
 
এভাবেই সবসময় সমালচনা করবেন  
 
আমি আসলে এখানে বিপরীত কিছুই দেখাতে চেয়েছিলাম। 
আপনার পংক্তি গুলো চমৎকার। 
শুভকামনা 
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১২:২৯
০৮ ই জানুয়ারি, ২০১৬  রাত ১২:২৯
ফেরদৌসা রুহী বলেছেন: এটাই ভাল, যে চলে যায় তাকে ডেকে কি লাভ।
ভূল ভাঙ্গলে কখনো ফের যদি,
বনলতা সেনের মত চোখ তুলে বলবো -
এতদিন কোথায় ছিলেন!
হুম।