|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
মানুষ নাকি সত্যিকারের ভাল একজনকেই বাসতে পারে
কবিরা এসব ওতি আবেগীয় কথা বলেই থাকে
আমার মত বাস্তববাদী এমন কথা মানবে কেন?
মনোবিজ্ঞান বলে সব প্রেমই মস্তিস্কে একই রসায়নের খেলা
প্রথম দ্বিতীয় বলে কিছু নেই
লজিকও বলে তাই।
ইদানিং মনে হচ্ছে ,
ভালবাসা হল বিশাল এক অনুভতির পৃথিবী;
সাথে অভিমানেরও
সারাখন মাথায় তুমি নামক পোকার ভনভন
অতি মুগ্ধতায় বুদ্ধির লোপ ।
অকারণ হাসি আর অশ্রুর সব বোঝে শুধু রবিন্দ্রনাথ!
প্রেমে পড়লে জীবন যেন রোলার কোস্টার!
হঠাৎ  খুব পাগলাটে আর সাহসী হয়ে যাওয়া
যখন তখন ঘুম খাওয়া বিসর্জন
নিজেকে ভেঙ্গেচুড়ে তার ছাচে ফেলা।
লেখকের  উপন্যস লিখার মত
যত্ন নিয়ে লিখা এক একটা এস.এম.এস ।
হারানোর ভয়ে ভয়ে আগলে রাখা সারাক্ষণ
কি অদ্ভুত নিজের ভাল-খারাপ থাকার উপর
পুরোপুরি দখল নিয়ে নেয় অন্য একটা মানুষ !
এভাবে কখন যে তার হাতের খেলনা হয়ে গেছি
তা বুঝেও না বোঝার ভান;
তার কাছেই ফিরে ফিরে যাওয়া অক্সিজেন নিতে।
কারোতো আর খেয়ে দেয়ে কাজের অভাব পড়েনি যে
জনে জনে এমনটা হবে !
অগত্যা মানতেই হল 
 ৩৪ টি
    	৩৪ টি    	 +৮/-০
    	+৮/-০  ০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ১:৫২
০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ১:৫২
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ 
২|  ০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ১:৩০
০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ১:৩০
আলিফ লায়লা ২০০০ বলেছেন: different them , word selection also good.
carry on.
  ০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ১:৫২
০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ১:৫২
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ।
৩|  ০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ১:৩৮
০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ১:৩৮
রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। প্রথম ভালোবাসা সব সময় সত্য হয়। আর সত্য ভালোবাসার মৃত্যু নেই।
  ০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ১:৫১
০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ১:৫১
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ 
শুভকামনা।
৪|  ০৪ ঠা জুলাই, ২০১৬  সকাল ১০:৪৪
০৪ ঠা জুলাই, ২০১৬  সকাল ১০:৪৪
সামু পাগলা০০৭ বলেছেন: খুব অন্যধরনের কবিতা। যেন নিজের মনেই কথা বলে যাওয়া।
লেখনীর সরলতা, আবেগে ভাললাগা জানালাম।
  ০৪ ঠা জুলাই, ২০১৬  সকাল ১১:৪৭
০৪ ঠা জুলাই, ২০১৬  সকাল ১১:৪৭
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি। 
ভালবাসা।
৫|  ০৪ ঠা জুলাই, ২০১৬  সকাল ১০:৪৫
০৪ ঠা জুলাই, ২০১৬  সকাল ১০:৪৫
শায়মা বলেছেন: মানতেই হবে!
  ০৪ ঠা জুলাই, ২০১৬  সকাল ১১:৪৯
০৪ ঠা জুলাই, ২০১৬  সকাল ১১:৪৯
তামান্না তাবাসসুম বলেছেন: না মেনে কি আর উপায় আছে  
 
সময় নিয়ে পড়ার জন্য অনেক ধন্যবাদ ও ভালবাসা  শায়মা আপুনি। 
ঈদের সুভেচ্ছা 
৬|  ০৪ ঠা জুলাই, ২০১৬  দুপুর ১২:৫৮
০৪ ঠা জুলাই, ২০১৬  দুপুর ১২:৫৮
সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার লেখা পড়লাম। ভিন্ন রকম। ভালো লাগল।
  ০৪ ঠা জুলাই, ২০১৬  বিকাল ৫:৫৫
০৪ ঠা জুলাই, ২০১৬  বিকাল ৫:৫৫
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি। আসলে আইডিয়া গুলো অনেক দিন থেকে মাথায় ঘুর ঘুর করছিল। একরকম জেদের বসেই লিখে ফেলা। লিখা নিয়ে আমি অনেক খুঁতখুঁতে। এর জন্য খুব কম লিখা হয়। এবার ভাবলাম ভাল মন্দ যাই হোক পোস্ট করবো।
এরকম আরো কিছু কবিতা হাতে নিয়েছি। প্রিয় কবির কাছ থেকে সমালচনা আশা করবো 
৭|  ০৪ ঠা জুলাই, ২০১৬  দুপুর ১:১১
০৪ ঠা জুলাই, ২০১৬  দুপুর ১:১১
জেন রসি বলেছেন: মনোবিজ্ঞান আর যুক্তির সাথে সহমত। তবে মন অর্থাৎ মগজ যেহেতু রহস্যময় সেহেতু বলতে হবে ভালোবাসা ব্যাপারটার মধ্যেও কিছু রহস্য আছে!  
  
কবিতা ভালো লেগেছে।  
  ০৪ ঠা জুলাই, ২০১৬  বিকাল ৫:৫৭
০৪ ঠা জুলাই, ২০১৬  বিকাল ৫:৫৭
তামান্না তাবাসসুম বলেছেন: ভালবাসার চাইতে রহস্যময় আর কিই বা আছে? 
আপনার মন্তব্য পেয়ে অনেক খুশি হল আমার কবিতা  
 
শুভকামনা রইলো 
৮|  ০৪ ঠা জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:৪৫
০৪ ঠা জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:৪৫
পুলক ঢালী বলেছেন: হুম! বোঝা গেল ভালবাসা হলো রসায়নের কাছে আত্নসমর্পন, ব্যক্তিত্ত্ব ভয়ানক ভাবে বিসর্জন দিয়ে নিজেকে অন্যের ছাচে গড়া। কবিতাটি একান্তই মেয়েলি অনুভূতির প্রবক্তা বলে মনে হচ্ছে (এটা একান্তই আমার ভাবনা দ্বিমত থাকতেই পারে)।সব প্রেমেই, উভয়ই দেহমনে একে অপরে বিলীন হয়ে যাবে এটাই প্রত্যাশা থাকে।
  ০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ১১:৩৬
০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ১১:৩৬
তামান্না তাবাসসুম বলেছেন: বোঝা গেল ভালবাসা হলো রসায়নের কাছে আত্নসমর্পন, ব্যক্তিত্ত্ব ভয়ানক ভাবে বিসর্জন দিয়ে নিজেকে অন্যের ছাচে গড়া- আসলে কবিতা তো মূহূর্তের আবেগ, তাই এখানে আমি কোন সংগা দাড় করাতে চাই না। 
কবিতাটি একান্তই মেয়েলি অনুভূতির প্রবক্তা বলে মনে হচ্ছে- অবশ্যই তাই।  আমি কিছু মেয়েলি কবিতা লিখতে চাই। মেয়েদের মনের অবস্থা পুরোপুরি ব্যখ্যা করার মত কবিতার সংকটে ভূগি মাঝে মাঝে ( একান্তই ব্যক্তিগত অভিমত) 
পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ প্রিয় লেখক। 
শুভকামনা 
৯|  ০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ৮:৩০
০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ৮:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মেনে নিয়ে ভালই করেছেন কবি । 
কবিতা ভাল হয়েছে ।
  ০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ১১:১৭
০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ১১:১৭
তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহাহা,  আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ 
ঈদের শুভেচ্ছা রইল।
১০|  ০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ৯:২২
০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ৯:২২
আরণ্যক রাখাল বলেছেন: কথাগুলো সত্যি। তবে কবিতা হিসেবে মানতেই হবে খুব একটা ভাল হয়নি।
একটা ভাল কবিতা পড়লে, ভাল লাগে, সুন্দর একটা ফিলিংস আছে, এটাতে হয়নি।
এরপরের বার হবে আশা করি। 
শুভকামনা
  ০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ১১:২০
০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ১১:২০
তামান্না তাবাসসুম বলেছেন: আসলে আইডিয়া গুলো অনেক দিন থেকে মাথায় ঘুর ঘুর করছিল। একরকম জেদের বসেই লিখে ফেলা। কবিতাটা নিয়ে আমার মনেও খুঁতখুঁত আছে।। এর জন্যই ভাবলাম ভাল মন্দ যাই হোক পোস্ট করবো। তাহলে অসংগতিটা কথায় জানা যাবে। 
আচ্ছা,  কবিতাটা আরেকটু ছোট হলে কি ভাল লাগতো?  নাকি অন্তমিলের অভাব?
১১|  ০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ৯:২৩
০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ৯:২৩
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা আসলেতে পিটুইটারের খেলা
আমরা বোকারা বলি প্রেম
ইটস এ গেম... .. . 
কবিতায় অনবদ্য ভাললাগা- শুভকামনা জানবেন...। 
  ০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ১১:১৬
০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ১১:১৬
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক দিন পর কবির দেখা পেলাম, অবশ্য ব্লগে আসলাম ও অনেক দিন পরে 
আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ 
ঈদের শুভেচ্ছা রইল।
১২|  ০৫ ই জুলাই, ২০১৬  রাত ১২:১৫
০৫ ই জুলাই, ২০১৬  রাত ১২:১৫
উল্টা দূরবীন বলেছেন: মানতেই হবে, অন্যধারারর কবিতা। বেশ ভালো লেগেছে।
  ০৫ ই জুলাই, ২০১৬  রাত ১২:৪১
০৫ ই জুলাই, ২০১৬  রাত ১২:৪১
তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। 
শুভকামনা নিরিন্তর 
১৩|  ০৫ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:৩০
০৫ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:৩০
মাদিহা মৌ বলেছেন: কবিতার ভাষা খুব কম বুঝি। যেহেতু এটা গদ্যকবিতা, বুঝতে সমস্যা হয়নি। সত্যিই, মেনে না নিয়ে কোন উপায় নেই।
  ০৫ ই জুলাই, ২০১৬  রাত ৯:৫৮
০৫ ই জুলাই, ২০১৬  রাত ৯:৫৮
তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। 
ভালবাসা 
১৪|  ০৫ ই জুলাই, ২০১৬  রাত ১১:৪৮
০৫ ই জুলাই, ২০১৬  রাত ১১:৪৮
রূপক বিধৌত সাধু বলেছেন: আবেগপ্রবণ হয়ে গেলাম তো! কলেজজীবনে ফিরে গেলাম মনে হচ্ছে! সেই সময় কতো না পাগলামি ছিলো! এখন সব কেবলই স্মৃতি । 
কয়েকট বানানে সমস্যা আছে । ঠিক করে নেবেন ।
  ০৯ ই জুলাই, ২০১৬  দুপুর ১২:১২
০৯ ই জুলাই, ২০১৬  দুপুর ১২:১২
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ প্রিয় লেখক  
 
শুভকামনা রইল। 
বানান ঠিক করে নিচ্ছি।
১৫|  ০৭ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:১৭
০৭ ই জুলাই, ২০১৬  বিকাল ৫:১৭
বিজন রয় বলেছেন: যে যখন যেটার ভিতর দিয়ে যায় সে তখন সেটাকেই সঠিক বলে মনে করে।
আর কবিরা তা ধরে ফেলে।
+++++
  ০৯ ই জুলাই, ২০১৬  দুপুর ১২:০৯
০৯ ই জুলাই, ২০১৬  দুপুর ১২:০৯
তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্! খুব ভাল লাগলো কথাটা 
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।
শুভকামনা নিরিন্তর।
১৬|  ১৩ ই জুলাই, ২০১৬  ভোর ৪:২৭
১৩ ই জুলাই, ২০১৬  ভোর ৪:২৭
পলাশ রহমান বলেছেন: ভালো লিখেছেন, ভালো লাগলো।
  ১৪ ই জুলাই, ২০১৬  রাত ১২:৪৪
১৪ ই জুলাই, ২০১৬  রাত ১২:৪৪
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ। 
শুভকামনা নিরন্তর 
১৭|  ০২ রা জানুয়ারি, ২০১৮  সকাল ৭:৫৮
০২ রা জানুয়ারি, ২০১৮  সকাল ৭:৫৮
রুদ্র জাহেদ বলেছেন: এই রোলার কোস্টার সময়টা দারুণ ভালো লাগারও। এভাবে দুজনে মিলে একটা জীবন কাটিয়ে দেওয়ায় যাই  
 
কবিতা ভালো লেগেছে...
  ০৩ রা জানুয়ারি, ২০১৮  রাত ৮:৩৭
০৩ রা জানুয়ারি, ২০১৮  রাত ৮:৩৭
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার 
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ১:২৯
০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ১:২৯
আলিফ লায়লা ২০০০ বলেছেন: different them , word selection also good.