নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নহীন বালক তামিম।।\nইসলামিক, রোমান্টিক, গোয়েন্দা, রহস্য এবং সায়েন্স ফিকশন লিখার চেষ্টায় আছি।।।

স্বপ্নহীন বালক তামিম

স্বপ্নহীন বালক তামিম › বিস্তারিত পোস্টঃ

লাভ এক্সপ্রেস টু

০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৯

ভার্সিটির ক্যাম্পাসে তাবাস্সুম তার বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। হঠাত্‍ করেই তার এক বান্ধবী তাদের বিএফের কথা তুললো। তাবাস্সুম ও তার বান্ধবীরা সবাই রিলেশন করে। এক পর্যায়ে নীলা তাবাস্সুমকে বলে উঠলো
-আচ্ছা তোর বিএফের বাইক নাই কেন?
জানিস আমার বিএফের তো বাইক আছেই এমনকি আমার বেশিরভাগ বান্ধবীদের বয়ফ্রেন্ডের বাইক আছে! জানিস তোকে নিয়ে ওরা সবসময় হাসাহাসি করে।
-আচ্ছা তোর বিএফ তোকে নিয়ে ভালো রেস্টুরেন্টে যায়না কেন? আর আমরা বান্ধবীরা আমাদের বয়ফ্রেন্ডের সাথে কত দামী দামী রেষ্টুরেন্টে যাই সেটা তুইও জানিস। রেস্টুরেন্টে গিয়ে একটা কফিতে দুটো স্ট্র দিয়ে রোমান্স করে খাই! আর তুই !!
.
কথাগুলো শুনে তাবাস্সুম অসহায়ের মত তাকিয়ে আছে।
.
-আচ্ছা স্পেশাল দিনগুলোতে যেমন ভ্যালেন্টাইনসে আমরা কত জায়গায় ঘুরি, আর তুই ঘরে বসে থাকিস। তোর বিএফ তোকে কোথায় নিয়ে যায়না কেন? আবার ও নাকি তোকে ভালোবাসে, হুহ। এটা বলেই সবাই একসাথে হেসে উঠলো। এরমধ্যে তার আরেক বান্ধবী প্রিয়াংকা বললো
.
- আচ্ছা আবিরের ডি.এস.এল.আর আছে! কই কোনদিন তো তোদের একটা ভালো ছবিও আমাদের দেখাতে পারলি না।
আর আমাদের সবার বিএফের ডি.এস.এল.আর আছে। আমরা প্রত্যেক ডেটে বয়ফ্রেন্ডদের
সাথে সেলফি তুলি, এফবি তে দিই। দেখবি?
-শুধু এটাই না! আবির জীবনে কোনদিন তোকে দামী একটা গিফট দিয়েছে? আর আমাদের বয়ফ্রেন্ডরা আমাদের কত দামী দামী গিফট দেয় জানিস? কেউ কেউ তো ল্যাপটপ পর্যন্ত গিফট করেছে! আর তোর বয়ফ্রেন্ড? ছি!!! আস্তা ফকির, ক্ষ্যাত একটা,
- এটাকে রিলেশন বলেনা। এখনও বাবার ঘরে আছিস তো তাই বুঝতে পারছিস না। বিয়ের পর বুঝবি। অভাব যখন দরজায় এসে দাড়াবে ভালোবাসা তখন জানালা দিয়ে দৌড়ে পালাবে। ভালোয় ভালোয় ব্রেকআপ নিয়ে নে। আবিরের সাথে তোর যায় না। তাবাস্সুম এতক্ষণ চুপ করে ওদের কথাগুলো শুনলো! কিন্তু না অনেক হয়েছে। সবসময় ওরা এমন বলে। আজ ওদের কিছু বলতেই হবে।
.
- হুমম ঠিক বলেছিস। এবার আমি কিছু বলতে পারবো?
.
-আরে আমরা কি তোকে কথা বলতে মানা করেছি নাকি?
.
-তাহলে শোন। আবিরকে তোরা ফকির বলেছিস কারন সে আমাকে ভালো রেষ্টুরেন্টে নিয়ে যেতে পারেনা, ভালো কিছু গিফট দিতে পারেনা, ভালো কিছু খাওয়াতে পারেনা তাই?
কোন রেষ্টুরেন্টকে তোরা ভালো রেষ্টুরেন্ট বলছিস? যেখানে লাঞ্চ, ডিনারের নামে কফি খাওয়ার নামে নোংরামী হয়ে থাকে সেখানে? তোরা নিজেরাই তো বলিস কফি খাওয়ার নামে তোরা রেষ্টুরেন্টে কি কি করিস। আর আবির আমাকে নিয়ে নরমাল রেষ্টুরেন্টে গেলেও ওখানে দামি খাবারের চেয়ে মনের আনন্দটা বেশি পাওয়া যায়। ওখানে কোন নোংরামী চলেনা, আবির আমাকে প্রায়ই পার্কে ঘুরতে নিয়ে যায়, বাদাম খাওয়ায় সেটাতে আমি যে তৃপ্তি অনুভব করি, সেটা তোদের সাথে মাঝে মধ্যে দামী দামী খাবার খেয়েও পাইনা। তোদের বয়ফ্রেন্ড তোদের দামী দামী গিফট দেওয়ার পিছনে চাহিদা থাকে।আর আবির আমাকে গিফট দেয় ওর যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যে। ওর সেই কমদামী গিফট ভালোবাসা পূর্ণ থাকে। যা আমার কাছে কোটি টাকার চেয়েও দামী। তারপর ডি.এস.এল.আর এর কথা বলছিস না? আরে কিসের ডিএসএলআর? আমাদের মনে একে অন্যের ছবি এমন ভাবে ক্যাপচার করা আছে, যা ডিএসএল আরের চেয়েও ক্লিন। আর শোন আবিরের প্রত্যেকটা ফ্রেন্ড আমাকে ভাবী বলে সম্মান করে, অনেক প্রশংসা করে, আর তোরা ওকে সামান্য ভাইয়া বলাতো দুরে থাক, আমার সামনে ওর বদনামী করিস। আবিরের এটাই হচ্ছে ভালোবাসা। আর আবিরের সাথে কাটানো এই প্রত্যেকটা দিনকে আমার ভ্যালেন্টাইন্স ডের চেয়েও স্পেশাল মনে হয়। সত্যিকারের ভালোবাসার জন্য স্পেশাল কোন দিনের প্রয়োজন হয় না। আর তোরা এ পর্যন্ত কয়টা করে রিলেশন করেছিস কয়টা ব্রেকআপ করেছিস? সেই তোরা আমাকে রিলেশন সম্পর্কে জ্ঞান দিচ্ছিস! শোন আবিরকে পেয়ে আমি অনেক খুশি। আবিরকে আমি অনেক ভালোবাসি, সেও বাসে। তাই ব্রেকআপের প্রশ্নই উঠেনা। হুমম তবে ব্রেকআপ করবো, তোদের সাথে ফ্রেন্ডশীপ রিলেশন ব্রেকআপ করবো। কথায় আছেনা দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল অনেক ভালো। তাই তোদের মত ফ্রেন্ড না থাকাই বেটার।
.
কথাগুলো বলেই তাবাস্সুম সেখান থেকে উঠে গেল। উঠে পিছন ফিরতেই দেখলো আবির দাড়িয়ে আছে।
.
তাবাস্সুম- তুমি কখন এলে?
আবির- হয়েছে কিছুক্ষণ। সব শুনলাম। আমাকে এতো ভালোবাসো কেন?
তাবাস্সুম- ভালোবাসি কারণ তুমি ভালোবাসার যোগ্য।
এটা বলেই সে আবিরকে জড়িয়ে ধরলো। আবির আর কিছুই বললোনা। এরকম একটা মেয়ে তার জীবনসঙ্গী হবে এটার জন্য সে মনে মনে আল্লাহকে অনেক ধন্যবাদ জানালো।।।
---0--0--

লিখা - স্বপ্নহীন বালক তামিম(নিশ্চুপ সমুদ্র)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.