নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তামিম আল আদনানী

তামিম আল আদনানী

লেখক, আলেম, দ্বায়ী, মোটিভেশনাল স্পিকার

তামিম আল আদনানী › বিস্তারিত পোস্টঃ

একজন সাহাবীর ঘটনা এবং আত্মজিজ্ঞাসা

২০ শে জুন, ২০২৫ রাত ৯:৩৬

একজন সাহাবীর ঘটনা এবং আত্মজিজ্ঞাসা-
عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ الأَنْصَارِ بِالْمَدِينَةِ مَالاً مِنْ نَخْلٍ وَكَانَ أَحَبُّ أَمْوَالِهِ إِلَيْهِ بَيْرُحَاءَ وَكَانَتْ مُسْتَقْبِلَةَ الْمَسْجِدِ وَكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طَيِّبٍ قَالَ أَنَسٌ فَلَمَّا أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ (لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ) قَامَ أَبُو طَلْحَةَ إِلَى رَسُولِ اللهِ فَقَالَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم إِنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ : (لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ) وَإِنَّ أَحَبَّ أَمْوَالِي إِلَيَّ بَيْرُحَاءَ وَإِنَّهَا صَدَقَةٌ للهِ أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللهِ فَضَعْهَا يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم حَيْثُ أَرَاكَ اللهُ قَالَ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بَخٍ ذَلِكَ مَالٌ رَابِحٌ ذَلِكَ مَالٌ رَابِحٌ وَقَدْ سَمِعْتُ مَا قُلْتَ وَإِنِّي أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ فَقَالَ أَبُو طَلْحَةَ أَفْعَلُ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَبَنِي عَمِّهِ
আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন: মদিনার আনসারী সাহাবীগণের মধ্যে আবূ তালহা রাদিয়াল্লাহু আনহু সবচাইতে বেশী খেজুর বাগানের মালিক ছিলেন। এর মধ্যে মসজিদে নববীর নিকটবর্তী বায়রুহা নামক বাগানটি তাঁর কাছে সবচেয়ে প্রিয় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাগানে প্রবেশ করে সুপেয় পানি পান করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন এই আয়াত নাযিল হলোঃ
لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ
তোমরা যা ভালোবাসো তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা পরিপূর্ণ কল্যাণ লাভ করতে পারবেনা - আলে ইমরান ৯২
তখন আবূ তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল!
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেনঃ
لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ
(তোমরা যা ভালবাস তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা পরিপূর্ণ কল্যাণ লাভ করবে না- আলে ইমরান ৯২)
আর বায়রুহা বাগানটি আমার কাছে সবচেয়ে প্রিয়। তাই এটি আল্লাহর নামে সাদাকা করছি, আমি এর মাধ্যমে কল্যাণ লাভের এবং আখিরাতে সঞ্চয়ের আশা রাখছি। কাজেই আপনি যেখানে দেয়া ভাল মনে করেন সেখানে দিয়ে দিন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ বাহ, এটা তো লাভজনক সম্পদ, এটা তো লাভজনক সম্পদ। তুমি যা বলেছ তা শুনলাম। আমার মত হল, এটা তোমার আপন জনদের মধ্যে বণ্টন করে দাও। আবূ তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল! আমি তাই করব। অতঃপর তিনি তাঁর আত্মীয়-স্বজন ও চাচাত ভাইদের মাঝে বণ্টন করে দিলেন। (সহীহ বুখারী-১৪৬১)
.
প্রিয় পাঠক! এই আয়াতটি তো আমরা অনেকবারই তিলাওয়াত করেছি বা অন্তত রামাদানে তারাবীতে শুনেছি। কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর মাঝে আয়াতটি যে প্রভাব সৃষ্টি করেছিল এবং তাকে যেভাবে সবচেয়ে প্রিয় জিনিস দান করতে উদ্বুদ্ধ করেছিল আমার মধ্যেও ঠিক একই অবস্থা তৈরি হয়েছে?
.
যদি এমনটা না হয়ে থাকে তাহলে বুঝতে হবে আমার এখনো সাহাবাওয়ালা ঈমান অর্জন হয়নি। সাহাবাওয়ালা ঈমান অর্জনের পেছনে এখনো অনেক মেহনত বাকি রয়ে গেছে। তাই আমাদের ঈমানকে সাহাবাওয়ালা ঈমানে পরিণত করার চেষ্টা করতে হবে। কারণ আমাদের রব সাহাবাওয়ালা ঈমানই পছন্দ করেন, এজন্য তিনি সবাইকে সাহাবায়ে কেরামের মত ঈমান আনয়নের তাগিদ দিয়েছেন এবং তাঁদের ঈমানকে হেদায়াতের মাপকাঠি নির্ধারণ করেছেন। সুরা বাকারায় ইরশাদ করেছেন-
فَاِنۡ اٰمَنُوۡا بِمِثۡلِ مَاۤ اٰمَنۡتُمۡ بِهٖ فَقَدِ اهۡتَدَوۡا ۚ
সুতরাং তারা যদি তেমন ঈমান আনে, যেমন তোমরা (অর্থাৎ সাহাবীরা) ঈমান এনেছো, তাহলে তারা হেদায়াত প্রাপ্ত হবে। সুরা বাকারা-১৩৭
.
এজন্য আমরা যেন সাহাবায়ে কেরামের মত দৃঢ় ঈমানের অধিকারী হওয়ার এবং জীবনের সব ক্ষেত্রে তাঁদের পরিপূর্ণ অনুসরণ করার চেষ্টা করি। তাহলে আমরাও তাঁদের মত দুনিয়াতে রাজত্ব এবং আখিরাতে সফলতার দেখা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য কাজগুলো সহজ করুন। আমীন ইয়া রব্বাল আলামীন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.