নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তামিম আল আদনানী

তামিম আল আদনানী

লেখক, আলেম, দ্বায়ী, মোটিভেশনাল স্পিকার

তামিম আল আদনানী › বিস্তারিত পোস্টঃ

সাতচল্লিশ থেকে একাত্তর, একাত্তর থেকে চব্বিশ;

২৪ শে জুলাই, ২০২৫ ভোর ৬:৩৪

সাতচল্লিশ থেকে একাত্তর, একাত্তর থেকে চব্বিশ; আমরা কম রক্ত ঝরাইনি, অবস্থা পরিবর্তনের জন্য কম চেষ্টা করিনি। কিন্তু ঘুরেফিরে সেই একই গর্তে বারবার পড়েছি। এক দানবের মুখ থেকে বের হয়ে আরেক দানবের শিকারে পরিণত হয়েছি।
.
এর কারণ হল আমরা সমস্যার গোঁড়ায় হাত দেইনি, সমস্যার মূল কারণ চিহ্নিত করার চেষ্টা করিনি। ব্যথায় অতিষ্ঠ হয়ে ব্যথানাশক খেয়েছি কিন্তু ক্যান্সারের চিকিৎসা করাইনি।
.
আমাদের সমাজ রাষ্ট্রে যে এত এত জুলুম অত্যাচার অন্যায় অবিচার এর কারণ হল আল্লাহর আইন প্রতিষ্ঠিত না থাকা। আল্লাহর আইন বাদ দিয়ে ভিন্ন কিছু দিয়ে আমরা যতই চেষ্টা করি, কোনদিন এসব বন্ধ করতে পারবনা। কারণ একমাত্র আল্লাহ তাআলাই ভাল জানেন তাঁর বান্দারা কোন আইন মেনে চললে দুনিয়া থেকে অশান্তি বিদায় হবে, শান্তি প্রতিষ্ঠা হবে। তিনি সেভাবেই আমাদের বিধান দিয়েছেন। সুতরাং আমরা যদি শান্তি চাই তাহলে অবশ্যই সমস্ত কুফরি তন্ত্র মন্ত্র ছেড়ে শরীয়াহর দিকে ফিরে আসতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.