![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তরায় বিমান দূর্ঘটনাঃ কিছু কথা কিছু ব্যথা-
বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপর বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষক শিক্ষার্থী হতাহত হয়েছেন। সরকারের তরফে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। আরো অনেকে পোড়া শরীর নিয়ে হাসপাতালের বিছানায় যন্ত্রনায় কাতরাচ্ছেন। এই ঘটনায় পুরো দেশ শোকে মুহ্যমান হয়ে পড়ে। হাজার হাজার মানুষ সমব্যাথী হয়ে আহতদের বাঁচানোর জন্য রক্ত দিতে হাসপাতালে ছুটে যায়।
-
দূর্ঘটনার একদিন পর অন্তর্বর্তী সরকারের প্রধান ফেসবুকে আহত নিহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের জন্য জনগণের কাছে অনুদান চেয়ে পোস্ট করে। এতে জনমনে ব্যাপক ক্ষোভের জন্ম হয়। জনগণ বিস্মিত হয়; যেই সরকার ড্রোন শো, অহেতুক বিদেশ সফর, পতিতাদের অনুদান, উপদেষ্টা ও কর্মকর্তাদের বিলাসবহুল গাড়ী, প্রটোকল ইত্যাদি খাতে শত শত কোটি টাকা ব্যয় করতে পারে সেই সরকার কেন নিজেদের ভুলে ক্ষতিগ্রস্ত হওয়া জনতার জন্য সামান্য কিছু টাকা ব্যয় করতে পারেনা!
-
শোকের আবহে জনমনে আরো কিছু প্রশ্ন জেগেছে। কেন জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণ বিমান চালানো হয়। সামরিক খাতের হাজার হাজার কোটি টাকা কোথায় ব্যয় হয়। কোন দানবেরা সেগুলো সব গিলে খায়।
আমাদের দেশের সরকারগুলো কেন দেশ এবং দেশের জনগণের জন্য আন্তরিক হওয়ার পরিবর্তে সাম্রাজ্যবাদীদের এজেন্ডা বাস্তবায়নে বেশি আন্তরিক, কেন তাদের কাছে জনগনের চাওয়ার চেয়ে বিদেশী প্রভূদের চাওয়া বেশি গুরুত্বপূর্ণ?
কেন এত রক্তের বিনিময়ে আসা সরকারও জনগণের চাহিদা বুঝতে ব্যর্থ, কেন হাজারো মানুষ রক্ত ঘাম ঝরানোর পরও অত্যাচারী জালিমরাই ক্ষমতায় বসে? আমাদের রক্তের কি কোন মূল্য নেই!
আমরা কেন বারবার ধোঁকা খাই, এর কারণ কি আমাদের সরলতা নাকি সিস্টেমের সমস্যা? আমরা কবে নিজেদের ভালটা বুঝব, গণতন্ত্র ও সেকুলারিজম ছেড়ে শরীয়াহর দিকে ফিরব?
-
আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন নিহতদের শাহাদাতের মর্যাদা দান করেন, আহতদের দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং তাঁদের পরিবারকে ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করেন।
©somewhere in net ltd.