![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন যেন হয়ে যাচ্ছি দিন দিন।মনে হয় আমি একজন ক্ষণজন্মা হতে চলেছি । অস্থির জীবন আর জীবন জুড়েই অস্থির মাদকতা আমার ।ভালবাসা বলতে যা আছে ,তা কেবল মাদকের উপরেই । আসলে আমি এমন ছিলাম না ,এমন হয়ে গেছি ।অনেক সুন্দর জীবন আমিও আশা করতাম।অনেক ভালবাসতাম আমাকে। একা একা থেকেই সম্ভবত হয়ে গেছি এমন।আমার মা - বাবার ডিভোর্স হয় ,তখন আমার বয়স চার বছর। সেই থেকে নানার বাড়ি থেকে থেকে বড় হয়েছি । নানার বাড়ির অনেকেই আমাকে বোঝা মনে করত। তাই মা ইচ্ছে করেই আমাকে দূরে দূরে রাখতেন। আম্মা চাকরি করত আর সেখান থেকে আমাকে টাকা দিত। আমার বয়স এখন ৩০ এর কাছাকাছি । পড়ালেখা করেছি , চাকরি করছি কিন্তু সবাইকে নিয়ে একসাথে থাকা ,পারিবারিক বন্ধন আজও আমার অজানা । চারপাশের অনেক পারিবারিক অশান্তি , মানুষের অবহেলা , সবকিছু মিলিয়ে কখন যে মাদকের উপর ঝুকে পরলাম,নিজেও বুঝি নাই। কোন এক সময় মাদকেই প্রশান্তি খুজতাম ,পেয়েছিও কিছুটা ।এমনও হতে পারে, হয়ত মাদকের কারনেই আজও বেচে আছি,জীবন জুড়ে মাদক না থাকলে হয়ত ধুকে ধুকে না মরে একসাথেই মরে যেতাম।মাঝে মাঝে একটা প্রশ্ন জাগে মনে,জীবন তুই এমন কেন ? এক এক জন আলাদা আলাদা মানুষ আর জীবনের অর্থ আলাদা আলাদা।
©somewhere in net ltd.